![]() | |||
পূর্ণ নাম | স্পোর্টস ক্লাব অস্ট্রিয়া ক্লাগেনফুর্ট | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯২০ | ||
মাঠ | ভর্টহের্সে স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ৩২,০০০[১] | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা | ||
২০২২–২৩ | ৬ষ্ঠ | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
স্পোর্টস ক্লাব অস্ট্রিয়া ক্লাগেনফুর্ট (জার্মান: SK Austria Klagenfurt; সাধারণত এসকে অস্ট্রিয়া ক্লাগেনফুর্ট এবং সংক্ষেপে অস্ট্রিয়া ক্লাগেনফুর্ট নামে পরিচিত) হচ্ছে ক্লাগেনফুর্ট ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লিগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ১৯২০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ৩২,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট ভর্টহের্সে স্টেডিয়ামে ক্লাবটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।[২] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন অস্ট্রীয় সাবেক ফুটবল খেলোয়াড় পিটার পাকুল্ট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন হার্বার্ট মাটশেক।[৩] বর্তমানে অস্ট্রীয় রক্ষণভাগের খেলোয়াড় টরস্টেন মাহরার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪][৫]
ঘরোয়া ফুটবলে, অস্ট্রিয়া ক্লাগেনফুর্ট এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে অস্ট্রিয়ান রেগিওনাললিগা সেন্ট্রাল শিরোপা রয়েছে। জান্ড্রো জাকানি, ফ্লোরিয়ান ইয়ারিৎস, কসমস গেজোস, মার্কুস পিঙ্ক এবং পাত্রিক এলেরের মতো খেলোয়াড়গণ অস্ট্রিয়া ক্লাগেনফুর্টের জার্সি গায়ে খেলেছেন।