![]() | |||
পূর্ণ নাম | স্পোর্টভেরেখিনিং জুল্টে ওয়ারেখেম | ||
---|---|---|---|
ডাকনাম | ইসেভি | ||
প্রতিষ্ঠিত | ১ জুলাই ২০০১ | ||
মাঠ | রেখেনবোগস্টাডিওন | ||
ধারণক্ষমতা | ১২,২৫০[১] | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | বেলজীয় প্রথম বিভাগ এ | ||
২০১৯–২০ | ৯ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
স্পোর্টভেরেখিনিং জুল্টে ওয়ারেখেম (ওলন্দাজ উচ্চারণ: [ˈspɔrtfəˌreːnəɣɪŋ ˈzɵltə ˈʋaːrəɣɛm]; এছাড়াও এসভি জুল্টে ওয়ারেখেম, এসেভি (ওলন্দাজ উচ্চারণ: [ɛsəˈveː]) অথবা শুধুমাত্র জুল্টে ওয়ারেখেম নামে পরিচিত) হচ্ছে ওয়ারেখেম ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ২০০১ সালের ১লা জুলাই তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসভি জুল্টে ওয়ারেখেম তাদের সকল হোম ম্যাচ ওয়ারেখেমের রেখেনবোগস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১২,২৫০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ফ্রাঙ্কি ডুরি এবং সভাপতির দায়িত্ব পালন করছেন উইলি নাসেন্স। বেলজীয় রক্ষণভাগের খেলোয়াড় ডেভি ডে ফাউ এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, এসভি জুল্টে ওয়ারেখেম এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ২টি বেলজীয় কাপ শিরোপা রয়েছে।
টেমপ্লেট:স্পোর্টস ক্লাব জুল্টে ওয়ারেখেম টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ