![]() | |||
পূর্ণ নাম | স্পোর্টক্লুব রাপিড ভিন | ||
---|---|---|---|
ডাকনাম | ডি গ্রুন-ভেইসেন (সবুজ-সাদা), হুটেলডর্ফার | ||
প্রতিষ্ঠিত | ৮ জানুয়ারি ১৮৯৯ | ||
মাঠ | আলিয়ানৎস স্টাডিওন[১] | ||
ধারণক্ষমতা | ২৮,৩৪৫ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা | ||
২০১৯–২০ | ২য় | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
স্পোর্টক্লুব রাপিড ভিন (জার্মান উচ্চারণ: [ʁaˈpiːt ˈviːn], জার্মান: Sportklub Rapid Wien, ইংরেজি: Sports Club Rapid Vienna; এছাড়াও স্পোর্টস ক্লাব রাপিড ভিয়েনা, এসসি রাপিড ভিয়েনা অথবা শুধুমাত্র রাপিড ভিয়েনা নামে পরিচিত) হচ্ছে ভিয়েনা ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৮৯৯ সালের ৮ই জানুয়ারি তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। রাপিড ভিয়েনা তাদের সকল হোম ম্যাচ ভিয়েনার আলিয়ানৎস স্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৮,৩৪৫। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ডিটনার কুহবাউয়ার এবং সভাপতির দায়িত্ব পালন করছেন মার্টিন ব্রুকনার। অস্ট্রীয় মধ্যমাঠের খেলোয়াড় স্টেফান শোয়াব এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, রাপিড ভিয়েনা এপর্যন্ত ৫১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩২টি অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা, ১৪টি অস্ট্রীয় কাপ, ৩টি অস্ট্রীয় সুপার কাপ, ১টি জার্মান ফুটবল চ্যাম্পিয়নশিপ এবং ১টি ডিএফবি-পোকাল শিরোপা রয়েছে। অন্যদিকে, ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, অস্ট্রিয়া ভিয়েনার সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৮৪–৮৫ ইউরোপিয়ান কাপ উইনার্স কাপ এবং ১৯৯৫–৯৬ উয়েফা কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, প্রথমটি তারা ইংরেজ ক্লাব এভার্টনের কাছে ১–৩ গোলে এবং দ্বিতীয়টি ফরাসি ক্লাব পারি সাঁ-জেরমাঁর কাছে ০–১ গোলে পরাজিত হয়েছে
টেমপ্লেট:স্পোর্টস ক্লাব রাপিড ভিয়েনা টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা