![]() | |||
পূর্ণ নাম | স্পোর্টক্লুব নিডেরোস্টেরাইখ সেন্ট পোল্টেন | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১ জুন ২০০০ | ||
মাঠ | এনভি এরিনা[১] | ||
ধারণক্ষমতা | ৮,০০০ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা | ||
২০১৯–২০ | ৯ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
|
স্পোর্টস ক্লাব সেন্ট পোল্টেন (ইংরেজি: SKN St. Pölten; এছাড়াও স্পোর্টক্লুব নিডেরোস্টেরাইখ সেন্ট পোল্টেন, এসসি সেন্ট পোল্টেন অথবা শুধুমাত্র সেন্ট পোল্টেন নামে পরিচিত) হচ্ছে সেন্ট পোল্টেন ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ২০০৬ সালের ১লা জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসসি সেন্ট পোল্টেন তাদের সকল হোম ম্যাচ সেন্ট পোল্টেনের এনভি এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৮,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন আলেক্সান্ডার শ্মিট এবং সভাপতির দায়িত্ব পালন করছেন গটফ্রিড ট্রোস্ট।[২] অস্ট্রীয় গোলরক্ষক ক্রিস্টোফ রিগলার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, এসসি সেন্ট পোল্টেন এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছে; যা হচ্ছে অস্ট্রীয় ফুটবল প্রথম লীগ।
টেমপ্লেট:স্পোর্টস ক্লাব সেন্ট পোল্টেন টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা