স্বপনকুমার চক্রবর্তী | |
---|---|
২০১১ খ্রিস্টাব্দে অধ্যাপক চক্রবর্তী | |
জন্ম | ২৯ জুলাই ১৯৫৪ |
মৃত্যু | ২৫ সেপ্টেম্বর ২০২১ | (বয়স ৬৭)
জাতীয়তা | ভারতীয় |
মাতৃশিক্ষায়তন | প্রেসিডেন্সি কলেজ যাদবপুর বিশ্ববিদ্যালয় |
পেশা | লেখক,শিক্ষাবিদ |
দাম্পত্য সঙ্গী | ভাস্বতী চক্রবর্তী |
সন্তান | সৌর চক্রবর্তী |
অধ্যাপক ড.স্বপনকুমার চক্রবর্তী( ২৯ জুলাই ১৯৫৪ — ২৫ সেপ্টেম্বর ২০২১)) [১] ছিলেন একজন বিশিষ্ট লেখক, চিন্তাবিদ এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের অধ্যাপক। প্রখ্যাত ভারতীয় এই শিক্ষাবিদ ছিলেন ভারতের জাতীয় গ্রন্থাগারের প্রাক্তন মহাপরিচালক কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত মানবিক বিভাগের’ বিশিষ্ট অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রাক্তন সচিব এবং কিউরেটর। তিনি কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস' এর (সিএসএসএসসি), লাইব্রেরি বিষয়ক উপাচার্যের উপদেষ্টা, অশোক বিশ্ববিদ্যালয় এবং বিশিষ্ট ভিজিটিং ফ্যাকাল্টি, এসপি জৈন স্কুল অব গ্লোবাল ম্যানেজমেন্টের চেয়ারপার্সন ছিলেন ।
স্বপন চক্রবর্তীর স্কুলের পড়াশোনা কলকাতা বয়েজ স্কুলে। তারপর প্রেসিডেন্সি কলেজ হতে স্নাতক হন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজী ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (ডি.ফিল) উপাধি লাভ করেন।
তিনি ১৯৮৫ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা দিয়ে কর্মজীবন শুরু করেন এবং ২০০৫ খ্রিস্টাব্দ থেকে ২০০৭ খ্রিস্টাব্দ পর্যন্ত বিভাগীয় প্রধান ছিলেন। [২]
২০০৮ খ্রিস্টাব্দে অধ্যাপক চক্রবর্তী ভারতের জাতীয় গ্রন্থাগারের মহাপরিচালক নিযুক্ত হন। ২০১০ খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হলে ২০১১ খ্রিস্টাব্দে তিনি অন্যতম মেন্টর নিযুক্ত হন। ২০১৪ খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় হতে অবসরের পর প্রেসিডেন্সি কলেজের প্রাক্তনী অধ্যাপক চক্রবর্তী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ‘রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত মানবিক বিভাগের’ বিশিষ্ট অধ্যাপক হন।[৩] তিনি এক সময় স্কুল অফ কালচারাল টেক্সটস অ্যান্ড রেকর্ডসের যুগ্ম পরিচালকও ছিলেন। [২]
অধ্যাপক চক্রবর্তী বিভিন্ন সময়ে নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশন আবাসিক কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অফ মালায়া য় অধ্যাপনা করেছেন। এছাড়াও তিনি ভিজিটিং অধ্যাপক হিসাবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইংলিশ স্টাডিজ ইনস্টিটিউট এবং লন্ডনের কিংস কলেজ বক্তৃতা দেন। তিনি বাকিংহামের আলাবামা বিশ্ববিদ্যালয়ে হাডসন স্ট্রোড রেনেসাঁ বক্তৃতা প্রদান করেন।
অধ্যাপক চক্রবর্তী সুবক্তা হিসাবে বিশেষ পরিচিত ছিলেন। বিভিন্ন সময়ে যে যে প্রতিষ্ঠানে তিনি বক্তৃতা করেন সেগুলি হল -
ইংরাজী ভাষা ও সাহিত্যের জনপ্রিয় অধ্যাপক স্বপন চক্রবর্তী ২০২১ খ্রিস্টাব্দের ১লা সেপ্টেম্বর কোভিডে আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। কিছু দিন পর তাঁর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে, অল্প সুস্থও হন, কিন্তু ফুসফুস ভীষণ ক্ষতিগ্রস্ত হওয়ায় ভেন্টিলেশানে থাকেন এবং অবনতি হয়। শেষে ২৫ শে সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর স্ত্রী ভাস্বতী চক্রবর্তীও কোভিড আক্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি সুস্থ হয়ে যান। তাঁর পুত্র সৌর চক্রবর্তী একজন প্রখ্যাত শিক্ষাবিদ ও সাংবাদিক। [৫]