স্বপ্নডানায় | |
---|---|
![]() চলচ্চিত্রের ডিভিডি মোড়ক | |
পরিচালক | গোলাম রাব্বানী বিপ্লব |
প্রযোজক | ফরিদুর রেজা সাগর ইবনে হাসান খান (ইমপ্রেস টেলিফিল্ম) |
রচয়িতা | আনিসুল হক গোলাম রাব্বানী বিপ্লব |
শ্রেষ্ঠাংশে | রাজ্জাক বুলবুল আহমেদ শবনম আনোয়ারা |
সুরকার | বাপ্পা মজুমদার গোলাম রাব্বানী বিপ্লব |
চিত্রগ্রাহক | মাহফুজুর রহমান খান |
সম্পাদক | জুনাইদ হালিম |
পরিবেশক | ইমপ্রেস টেলিফিল্ম |
মুক্তি | ২০০৭ |
স্থিতিকাল | ৮৪ মিনিট |
দেশ | ![]() |
ভাষা | বাংলা |
স্বপ্নডানায় ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশী চলচ্চিত্র। পরিচালনা করেছেন গোলাম রাব্বানী বিপ্লব। ২০০৮ সালে সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র হিসেবে একাডেমি পুরস্কারের জন্য বাংলাদেশ থেকে এই ছবিটি নিবেদন করা হয়েছিল।
লোকে তাকে বলে ফজলু কবিরাজ। আসলে সে হাটে হাটে মলম বিক্রি করে। তার সহযোগী দশ বছরের ছেলে রতন। একদিন হাট শেষে রতনের জন্য প্যান্ট কিনতে ফজলু পুরানো কাপড়ের দোকানে যায়। প্যান্ট কেনার পর তার পকেটে কিছু বিদেশী নোট পায়। এই নোটের দেশী মূল্যমান কত হবে, চিন্তায় পড়ে সে, স্বপ্ন দেখে তার পরিবার। টাকার মালিক হবার স্বপ্নে তার জীবনযাত্রা বদলে যায়, কাছের মানুষদের সাথে সম্পর্কের অবনতি হয়।[১]
বছর | উৎসব | পুরস্কার | বিষয়শ্রেণী | ফলাফল | টীকা |
---|---|---|---|---|---|
২০০৭ | শিকাগো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | গোল্ড হুগো | নতুন পরিচালক প্রতিযোগিতা | মনোনীত | গোলাম রাব্বানী বিপ্লব |
২০০৭ | আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ভারত | বিশেষ জুরি পুরস্কার | বিশেষ পুরস্কার | বিজয়ী | গোলাম রাব্বানী বিপ্লব |
২০০৭ | সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব | এশিয়ান নতুন প্রতিভা পুরস্কার | শ্রেষ্ঠ পরিচালক | বিজয়ী | গোলাম রাব্বানী বিপ্লব |
স্বপ্নডানায় চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার ও ছবির নির্মাতা গোলাম রাব্বানী বিপ্লব।