স্বাধীনতা ক্রীড়া সংঘ

স্বাধীনতা
পূর্ণ নামস্বাধীনতা ক্রীড়া সংঘ
প্রতিষ্ঠিত২০০৫; ১৯ বছর আগে (2005)
সভাপতিবাংলাদেশ সৈয়দ সাইফুর রহমান
ম্যানেজারবাংলাদেশ মাসুদ আলম জাহাঙ্গীর
লিগবাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগ
২০২১১ম (উত্তীর্ণ)
বর্তমান মৌসুম

স্বাধীনতা ক্রীড়া সংঘ (সাধারণত স্বাধীনতা কেএস অথবা শুধুমাত্র স্বাধীনতা নামে পরিচিত) হচ্ছে ঢাকা ভিত্তিক একটি বাংলাদেশী পেশাদার ফুটবল ক্লাব।[] এই ক্লাবটি বর্তমানে বাংলাদেশের শীর্ষ স্তরের ফুটবল লিগ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে প্রতিযোগিতা করে। এই ক্লাবটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন মাসুদ আলম জাহাঙ্গীর এবং সভাপতির দায়িত্ব পালন করছেন সৈয়দ সাইফুর রহমান[] স্বাধীনতা হচ্ছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের বর্তমান চ্যাম্পিয়ন, যারা ২০২১ সালে ক্লাবের ইতিহাসে ১ম বারের মতো শিরোপা জয়লাভ করেছিল।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Swadhinata KS"BFF (ইংরেজি ভাষায়)। ২০১৯-১১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৯ 
  2. "স্বাধীনতা"ট্রান্সফারমার্কেট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২১ 
  3. "Swadhinata KS"scorebing.COM। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "BCL begin from March 28"Dailysun.COM। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০২০ 
  5. "স্বাধীনতা ক্রীড়া সংঘ চ্যাম্পিয়ন"Daily Jagonews। ১৮ জুলাই ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২১