এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(ফেব্রুয়ারি ২০২৪) |
স্বাভাবিক কম্পাঙ্ক হলো বাহ্যিক বল বা উত্তেজনার শূন্যতায় একটি কম্পনশীল যন্ত্রের কম্পনের হার বা কম্পাঙ্ক।[১] কোনো যন্ত্রে স্বাভাবিক কম্পাঙ্কের বল বা উত্তেজনা প্রয়োগ করা হলে অনুনাদ ঘটে।
স্বাভাবিক কম্পাঙ্ক বিভিন্ন প্রাসঙ্গে গুরুত্বপূর্ণ ও উল্লেখ্যযোগ্য, যেমন একটি আদর্শ স্প্রিং ও ক্ষুদ্র-কোণ অনুমানের সাহায্যে ব্যাখ্যাকৃত দোলকের সরল স্পন্দন গতি এবং আরএলসি বর্তনীর অনুনাদ।