স্বামী কুবলয়ানন্দ | |
---|---|
![]() ১৯৬০ খৃষ্টাব্দে স্বামী কুবলয়ানন্দ | |
জন্ম | জগন্নাথ গণেশ গুণে ৩০ আগস্ট ১৮৮৩ |
মৃত্যু | ১৮ এপ্রিল ১৯৬৬ (বয়স ৮২) |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | বৈজ্ঞানিক গবেষক, শিক্ষক, যোগী |
স্বামী কুবলয়ানন্দ বা জগন্নাথ গণেশ গুণে (৩০ আগস্ট ১৮৮৩ – ১৮ এপ্রিল ১৯৬৬) ছিলেন একজন যোগগুরু,[১] গবেষক ও শিক্ষাবিদ যিনি প্রাথমিকভাবে যোগের বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে তার অগ্রগামী গবেষণার জন্য পরিচিত।
স্বামী কুবলয়ানন্দ ১৯২০ সালে যোগের উপর গবেষণা শুরু করেন এবং ১৯২৪ সালে যোগ অধ্যয়নের জন্য বিশেষভাবে নিবেদিত প্রথম জার্নাল, যোগ মীমাংসা প্রকাশ করেন। তার বেশিরভাগ গবেষণা লোনাওয়ালার "কৈবল্যধাম স্বাস্থ্য ও যোগ গবেষণা কেন্দ্রে", যেটি তিনি ১৯২৪ সালে প্রতিষ্ঠা করেছিলেন।ব্যায়াম হিসেবে যোগের বিকাশে তার গভীর প্রভাব রয়েছে।[২]