তাঁর পবিত্র জগদ্গুরু শঙ্করাচার্য স্বামী শ্রী চন্দ্রশেখর ভারতী | |
---|---|
![]() | |
উপাধি | শৃঙ্গেরির ৩৪তম জগদ্গুরু শঙ্করাচার্য |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | নরসিংহ শাস্ত্রী ১৬ অক্টোবর ১৮৯২ |
মৃত্যু | ২৬ সেপ্টেম্বর ১৯৫৪ |
সমাধিস্থল | নরসিংহ বন শৃঙ্গেরি |
ধর্ম | হিন্দুধর্ম |
জাতীয়তা | ভারতীয় |
বংশ | দশনামী সম্প্রদায় |
সন্ন্যাস নাম | স্বামী চন্দ্রশেখর ভারতী |
মন্দির | শৃঙ্গেরি শারদা পীঠম্ |
দর্শন | অদ্বৈত বেদান্ত |
ধর্মীয় জীবন | |
পূর্বসূরী | সচ্চিদানন্দ শিববিনব নরসিংহ ভারতী |
উত্তরসূরী | অভিনব বিদ্যাতীর্থ |
পৌরোহিত্য অভিষেক | এপ্রিল ৭, ১৯১২ |
স্বামী চন্দ্রশেখর ভারতী (১৮৯২-১৯৫৪) বা তৃতীয় চন্দ্রশেখর ভারতী ১৯১২-১৯৫৪ সালে শৃঙ্গেরি শারদা পীঠমের জগদ্গুরু শঙ্করাচার্য ছিলেন।[১]
তিনি বিংশ শতাব্দীর হিন্দুধর্মের সবচেয়ে উল্লেখযোগ্য আধ্যাত্মিক ব্যক্তিত্ব। তিনি একজন জীবনমুক্ত।[২]
স্বামী চন্দ্রশেখর ভারতী হিন্দু চান্দ্রবর্ষ নন্দনায় অশ্বযুজ শুক্ল একাদশীতে শৃঙ্গেরিতে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম গোপাল শাস্ত্রী এবং মায়ের নাম লক্ষ্মম্ম। তিনি ছিলেন তার বাবা-মায়ের বারো সন্তানের মধ্যে শেষ এবং তিনি শুধুু তার শৈশবকাল পিতামাতার সঙ্গে কাটান। তাঁর জীবনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল যে তাঁর জন্ম, উপনয়ন, সন্ন্যাস এবং বিদেহ মুক্তি (মৃত্যু), সবই ঘটেছিল রবিবারে।[২]
![]() |
হিন্দুধর্মে উল্লেখযোগ্য ব্যক্তি বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |