ধরন | স্নাতক কলেজ |
---|---|
স্থাপিত | ২০০৯ |
অবস্থান | ভড়া, বাঁকুড়া জেলা , , |
শিক্ষাঙ্গন | গ্রামীণ |
অধিভুক্তি | বাঁকুড়া বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | http://www.sddkm.in/ |
![]() |
স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয় হল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার ভড়া গ্রামে অবস্থিত একটি সাধারণ ডিগ্রি কলেজ। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা ও শুভ উদ্বোধন করেন শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারীদাস কাঠিয়াবাবা। কলেজটি ২০০৯ সালে প্রতিষ্ঠিত। বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত এই কলেজে কলা বিভাগে স্নাতক পাঠক্রমে পঠনপাঠন হয়। কলেজটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[১] কলেজটি বাঁকুড়া জেলার সাধক শ্রী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা এর নামে নামাঙ্কিত।
স্বামী ধনঞ্জয় দাস কাঠিয়াবাবা মহাবিদ্যালয়ের বিভাগগুলি হল: বাংলা, ইংরেজি, ইতিহাস,ভূগোল, দর্শন, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান,সাঁওতালি,সমাজবিজ্ঞান ও শিক্ষাবিজ্ঞান।