স্টেডিয়ামের তথ্যাবলি | |
---|---|
অবস্থান | জর্জ টাউন, গ্র্যান্ড কেইম্যান |
দেশ | কেইম্যান দ্বীপপুঞ্জ |
স্থানাঙ্ক | ১৯°১৭′১৯.২″ উত্তর ৮১°২২′২১.১″ পশ্চিম / ১৯.২৮৮৬৬৭° উত্তর ৮১.৩৭২৫২৮° পশ্চিম |
প্রতিষ্ঠা | ২০০৪ |
আন্তর্জাতিক খেলার তথ্য | |
প্রথম পুরুষ টি২০আই | ১৬ এপ্রিল ২০২২: কেইম্যান দ্বীপপুঞ্জ বনাম বাহামা দ্বীপপুঞ্জ |
সর্বশেষ পুরুষ টি২০আই | ১৭ এপ্রিল ২০২২: কেইম্যান দ্বীপপুঞ্জ বনাম বাহামা দ্বীপপুঞ্জ |
২২ সেপ্টেম্বর ২০২৩ অনুযায়ী উৎস: ইএসপিএনক্রিকইনফো |
স্মিথ রোড ওভাল গ্র্যান্ড কেইম্যান দ্বীপের জর্জ টাউন শহরে অবস্থিত একটি আন্তর্জাতিক ক্রিকেট মাঠ। মাঠটি ওয়েন রবার্টস আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পশ্চিমের স্মিথ রোডে অবস্থিত।
২০০৪ সাল থেকে ক্রিকেট খেলার ভেন্যু হিসেবে স্মিথ রোড ওভাল ব্যবহৃত হয়ে আসছে। ২০২২ সালের এপ্রিল মাসে বাহামা দ্বীপপুঞ্জের কেইম্যান দ্বীপপুঞ্জ সফরের তিনটি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে মাঠটি টোয়েন্টি২০ আন্তর্জাতিক (টি২০আই) ম্যাচ আয়োজনকারী ভেন্যুর মর্যাদা লাভ করে।[১] জিমি পাওয়েল ওভালের পর কেইম্যান দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনকারী দ্বিতীয় মাঠ হয় স্মিথ রোড ওভাল।