স্মৃতি ইরানি | |
---|---|
তথ্য ও সম্প্রচার মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৮ জুলাই ২০১৭ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
ডেপুটি | রাজ্যবর্ধন সিং রাঠৌর (প্রতিমন্ত্রী) |
পূর্বসূরী | ভেঙ্কাইয়া নাইডু |
বস্ত্র মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ০৭ জুলাই ২০১৬ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
ডেপুটি | অজয় তমতা (প্রতিমন্ত্রী) |
পূর্বসূরী | সন্তোষ গঙ্গওয়ার (প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)) |
মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী | |
কাজের মেয়াদ ২৬ মে ২০১৪ – ০৫ জুলাই ২০১৬ | |
প্রধানমন্ত্রী | নরেন্দ্র মোদী |
ডেপুটি | উপেন্দ্র কুশবাহা (প্রতিমন্ত্রী) ও রাম শঙ্কর(প্রতিমন্ত্রী) |
পূর্বসূরী | পল্লম রাজু |
উত্তরসূরী | প্রকাশ জাবড়েকর |
গুজরাতের সংসদ সদস্য (রাজ্যসভা) | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯ অগাস্ট ২০১১ | |
ভারতীয় জনতা পার্টির সহসভাপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১৯ অগাস্ট ২০১১ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | স্মৃতি মালহোত্রা ২৩ মার্চ ১৯৭২ নতুন দিল্লি, ভারত |
রাজনৈতিক দল | ভারতীয় জনতা পার্টি |
দাম্পত্য সঙ্গী | জুবিন ইরানী (বি. ২০০১) |
বাসস্থান | নতুন দিল্লি |
পেশা | রাজনীতিজ্ঞ, অভিনয়শিল্পী |
স্মৃতি জুবিন ইরানি (বিবাহ পূর্ব-নামঃ মালহোত্রা , জন্মঃ ২৩ মার্চ ১৯৭৫) হচ্ছেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং সাবেক মডেল, টেলিভিশন অভিনেত্রী এবং প্রযোজক। তিনি বর্তমান ভারত সরকারের একজন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী।[১][২] ইরানি ভারতের রাজ্যসভার একজন সংসদ সদস্য হিসেবে গুজরাত রাজ্যের প্রতিনিধিত্ব করছেন।
স্মৃতি জন্মগ্রহণ করেন দিল্লীতে। তিন বোনদের মধ্যে তিনি সবচেয়ে বড়।[৩][৪][৫] তাঁর দাদু ছিলেন একজন আরএসএস স্বয়ংসেবক। দাদুর মতন তিনিও হলেন "শৈশবকাল থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর অংশ" এবং তাঁর মা একজন ভারতীয় জন সঙ্ঘের সদস্য।[৬] তিনি হলি চাইল্ড অক্সিলিয়াম স্কুলে ১২ ক্লাস পর্যন্ত পড়াশোনা করেন এবং পড়ালেখা চালিয়ে যেতে অসমর্থ হন।[৭][৮] ইরানি নিজেই নিজের হলফনামায় নিয়ে পরস্পরবিরোধী তথ্য প্রদান করেন। বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মতে, ২০০৪ সালে তিনি যে শিক্ষাগত যোগ্যতা দাখিল করেন তাতে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের (ব্যাচেলর ইন আর্টস, ১৯৯৬) চারুকলা থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ২০১৪ সালে উল্লেখ করা হয় দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় একটি অংশে তিনি স্নাতক ডিগ্রী (১ম পত্র, ব্যাচেলর ইন কমার্স, ১৯৯৪) সম্পন্ন করেন।[৯] উপরন্তু, স্কুল থেকে একটি তথ্য, যেমন একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল, যা দাবী করে যে ইরানি ২০১৩ সালে অন্তর্ভুক্ত করেছেন, কিন্তু তাতে তার পরীক্ষা উল্লিখিত ছিল না।[১০] ২০১৫ সালের জুন মাসে, নিন্ম-আদালত তাঁর বিরুদ্ধে আনা শিক্ষাগত যোগ্যতা মিথ্যা বর্ণনার অভিযোগ বহাল রাখে।[১১]
শিক্ষাগত যোগ্যতা কম থাকায় বহু লোক স্মৃতি ইরানির নিযুক্তিকরণ নিয়ে সমালোচনা করেন।[১২][১৩][১৪]
২০০১ সালে স্মৃতি পারস্য ব্যবসায়ী জুবিন ইরানি’র সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[১৫][১৬] একই বছরের অক্টোবর মাসে তিনি, জুবিন যুগল প্রথম সন্তানের জন্ম দেন। তাঁর নাম রাখা হয় জোহর।[১৭] ২০০৩ সালের সেপ্টেম্বর মাসে তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তারা কন্যা সন্তানটির নাম জোহিশ প্রদান করেন। স্মৃতি সানেলা’র সৎ মা হন, যে কিনা তাঁর স্বামী জুবিন ইরানি ও মোনা ইরানির প্রথম ঘরের সন্তান। মোনা একাধারে সমন্বয়ক এবং সাবেক সুন্দরী প্রতিযোগী ছিলেন।[৫]
সাল | শো | চরিত্র | চ্যানেল |
---|---|---|---|
২০০০-০৮ | কিউকি সাস ভি কাভি বহু থি | তুলসী মিহির ভিরানী | স্টার প্লাস |
হাম হে কাল আজ অউর কাল | স্টার প্লাস | ||
২০০০ | কবিতা | কবিতা | স্টার প্লাস |
২০০১–০৩ | ক্যা হাদ্সা ক্যা হাকিকাত | স্মৃতি | সনি টিভি |
২০০১–০৩ | কুছ্... দিল সে | উপস্থাপিকা | সাব টিভি |
২০০১–০২ | রামায়ণ | সীতা | জি টিভি |
২০০৬–০৭ | থোড়ি সি জামিন থোড়া সা আসমান | উমা | স্টার প্লাস |
২০০৭–০৮ | ভিরুধ্ | বসুধা শুশান্ত শর্মা | সনি টিভি |
২০০৭–০৮ | মেরে আপনে | শার্ধা | ৯এক্স টিভি |
২০০৭–০৮ | তিন বহুরাণীয়া | বৃন্দা | জি টিভি |
২০০৮ | ইয়ে হ্যায় জালওয়া | উপস্থাপিকা (সাক্সি তানওয়ার সঙ্গে) | ৯এক্স টিভি |
২০০৮ | ওয়ারিশ | প্রযোজক | জি টিভি |
২০০৮ – ২০১০ | মানিবেন ডট কম | মানিবেন জামানকুমার প্যাটেল | সাব টিভি |
২০১২ | সাবধান ইন্ডিয়া[১৮] | উপস্থাপিকা | লাইফ ওকে |
২০১৩ | এক থি নায়িকা | সোয়েতা | লাইফ ওকে |
প্রজেক্টস্ | ভাষা | চরিত্র |
---|---|---|
কুছ তুম কাহো কুছ হাম কাহে | হিন্দি | সারগম |
মানিবেন ডট কম | গুজরাতি | মানি |
কই তারু বাউ সারু থাইয়ু | গুজরাতি | দেবিকা |
মুক্তিধাম | গুজরাতি | মা |
গার্ভ থি কাহো আমে গুজরাতি ছিয়ে | গুজরাতি | মৃদুলা |
সাল | ছবি | চরিত্র | ভাষা |
---|---|---|---|
২০১০ | মালিক এক | পার্সোনিফিকেশন অব দোয়ারকামাই | হিন্দি |
২০১১ | জয় বোলো তেলাঙ্গানা | কর্মী | তেলুগু |
২০১২ | অমৃতা | বাংলা |
সাল | পুরস্কার প্রদান অনুষ্ঠান | বিভাগ | শো |
---|---|---|---|
২০০১ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | ইটা পুরস্কার, সেরা অভিনেত্রী – নাটক (জনপ্রিয়) | কিউকি সাস ভি কাভি বাহু থি |
২০০২ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | ইটা পুরস্কার, সেরা অভিনেত্রী – নাটক (জনপ্রিয়) | |
ভারতীয় ট্যালি পুরস্কার | সেরা অভিনেত্রী (জনপ্রিয়) | ||
২০০৩ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | ইটা পুরস্কার, সেরা অভিনেত্রী – নাটক (জনপ্রিয়) | |
ভারতীয় ট্যালি পুরস্কার | সেরা অভিনেত্রী (জনপ্রিয়) | ||
সেরা টিভি ব্যক্তিত্ব | |||
২০০৪ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | সেরা অভিনেত্রী (জনপ্রিয়) | |
২০০৫ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | ইটা পুরস্কার, সেরা অভিনেত্রী – নাটক (জনপ্রিয়) | |
২০০৬ | ভারতীয় ট্যালি পুরস্কার | সেরা অভিনেত্রী (জুরি) | ভিরুধ্ |
২০১০ | ভারতীয় টেলিভিশন একাডেমী পুরস্কার | ইটা মাইলস্টোন পুরস্কার | কিউকি সাস ভি কাভি বাহু থি |
রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী Pallam Raju |
Minister of Human Resource Development 26 May 2014 – present |
উত্তরসূরী Incumbent |