স্যান্ড্রা গোল্ডব্যাচার | |
---|---|
জন্ম | স্যান্ড্রা এ. গোল্ডব্যাচার |
জাতীয়তা | ব্রিটিশ |
নাগরিকত্ব | ব্রিটিশ |
শিক্ষা | সাসেক্স ইউনিভার্সিটি মিডলসেক্স ইউনিভার্সিটি |
পেশা | চলচ্চিত্র নির্মাতা |
পরিচিতির কারণ | দ্য গভারনেস মি উইথআউট ইউ |
দাম্পত্য সঙ্গী | পিটার হ্যাল্মি |
সন্তান | ১ |
স্যান্ড্রা গোল্ডব্যাচার (ইংরেজিতে: Sandra Goldbacher) (জন্ম ১৯৬০)[১] একজন ব্রিটিশ চলচ্চিত্র নির্দেশক এবং কাহিনী নির্মাতা।[২]
স্যান্ড্রা গোল্ডব্যাচার তার কর্মজীবন শুরু করেন দ্য অবজারভার, ফিলিপস, ইভিয়ান, জনি ওয়াকার এবং বেইলিস-এর মত বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণের মধ্য দিয়ে। এরপর তিনি বিবিসি=এর একটি প্রামাণ্যচিত্র বিল্ডিং সাইটস এবং চ্যানেল ফোর এর বক্সিং বিষয়ক দুইটি প্রামাণ্যচিত্র নির্মাণ করে।
স্যান্ড্রা গোল্ডব্যাচারের নির্মাণ করা প্রথম চলচ্চিত্র দ্য গভারনেস।[৩] এতে অভিনয় করেছেন অভিনেত্রী মিনি ড্রাইভার।[৪][৫] চলচ্চিত্রটি ১৯৯৯ সালে বাফটা পুরস্কারের জন্য মনোনীত হয়। ২০০১ সালে গোল্ডব্যাচারের দ্বিতীয় চলচ্চিত্র মি উইথআউট ইউ প্রকাশ পায়।[৬]েতে অভিনয় করেন অ্যানা ফ্রাই ও মিশেল উইলিয়ামস।[৬] এটির নির্মাণ কাজ গোল্ডব্যাচারের দ্য গভারনেস-এর আগে শুরু হলেও আর্থিক কারণে কাজ পিছিয়ে যায়। মি উইথআউট ইউ চলচ্চিত্রটি দুইজন কিশোরীর দ্বন্দ্বপূর্ণ সম্পর্ক নিয়ে নির্মিত।[৭] এটি গোল্ডব্যাচারের নিজের ব্যক্তিগত জীবনের কাহিনীর উপর নির্ভর করে রচিত। দুইটি চলচ্চিত্রেই ব্রিটিশ ইহুদীদের জীবনধারা এবং চরিত্র ফুটে উঠেছে।[৮][৯]
২০০৭ সালে গোল্ডব্যাচার নির্মিত ব্যালেট সুজ চলচ্চিত্রটি বিবিসি ওয়ান-এ প্রচারিত হয়। এতে অভিনয় করেছেন এমা ওয়াটসন। ২০১২ সালে দ্য আওয়ার নামক টিভি সিরিজের দুইটি এপিসোড নির্দেশনা করেন। তাতে অভিনয় করেছিলেন ডমিনিক ওয়েস্ট।
<ref>
ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "NYTimes-MeWithoutYou-2002" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে