স্যার জর্জ গ্রে, ২য় ব্যারোনেট, পিসি (১১ মে ১৭৯৯ - ৯ সেপ্টেম্বর ১৮৮২) ছিলেন একজন ব্রিটিশ হুইগ রাজনীতিবিদ এবং গ্রে-এর সম্ভ্রান্ত হাউসের একজন বংশধর। তিনি চার প্রধানমন্ত্রী, লর্ড মেলবোর্ন, লর্ড জন রাসেল, লর্ড অ্যাবারডিন এবং লর্ড পালমারস্টনের অধীনে অফিসে অধিষ্ঠিত ছিলেন, উল্লেখযোগ্যভাবে ১৩ বছরের জন্য তিনবার স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[১]