হনোক חֲנוֹךְ حنوك | |
---|---|
![]() জুলিয়াস শনোর ফন কারলস্ফেল্ডের আঁকা হনোক নগরীতে কয়িনের একটি প্রতিকৃতি | |
সন্তান | ৭৭ |
পিতা-মাতা | কয়িন (পিতা) অবান (মাতা) |
হনোক[১] (হিব্রু ভাষায়: חֲנוֹךְ, Ḥănōḵ; আরবি: حنوك, প্রতিবর্ণীকৃত: Ḥanūk) হলেন আদিপুস্তকে উল্লিখিত একজন ব্যক্তি। তাঁকে কয়িনের পুত্র এবং ঈরদের পিতা হিসেবে বর্ণনা করা হয়। কয়িন তাঁর ভাই হেবলকে হত্যা করার ফলে সদাপ্রভু কর্তৃক শাপগ্রস্ত হয়ে এদনের পূর্বদিকে নোদ দেশে বসতি স্থাপন করে। এরপর তার স্ত্রী গর্ভবতী হয়ে হনোককে প্রসব করে।
এই হনোক আর যারেদের পুত্র হনোক এক ব্যক্তি নন যার প্রতি হনোকের পুস্তকের লেখকত্ব আরোপ করা হয়।
হনোকের জন্মের পর আদিপুস্তকের ৪:১৭ ইব্রীয় লেখা অস্পষ্ট। হয় কয়িন একটি নগর পত্তন করে আপন ছেলের নামানুসারে তার নাম রাখে হনোক, অথবা হনোক নিজেই শহর স্থাপন করে।[২]
যুবিলী ৪:৯ অনুসারে, হনোকের মা/ফুফুর নাম ছিল অবান। শমরীয় ঐতিহ্যমতে, হনোককে এবল পর্বতে দাফন করা হয়।[৩]