হন্ডুরাসের কেন্দ্রীয় ব্যাংক (স্পেনীয়: Banco Central de Honduras) দ্বারা হন্ডুরাসের কেন্দ্রীয় ব্যাংককে বোঝানো হয়ে থাকে। ব্যাংকটির বর্তমান সভাপতি হচ্ছেন মানুয়েল বাউটিস্টা।[১] এই ব্যাংকটি ১লা জুলাই ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।[২] ব্যাংকটির প্রাক্তন সভাপতিদের মধ্যে রয়েছেন- রিকার্ডো মাদুরো, সান্দ্রা মিডেন্স এবং মার্লন টাবুরা।