ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হরভজন সিং প্লাহা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | জলন্ধর, পাঞ্জাব, ভারত | ৩ জুলাই ১৯৮০|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডান হাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি অফ স্পিন | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: Cricinfo, ২ সেপ্টেম্বর ২০১৪ |
হরভজন সিং এর পুরো নাম হরভজন সিং প্লাহা। (জন্ম: ৩রা জুলাই ১৯৮০, জলন্ধর, পাঞ্জাব, ভারত)। তিনি একজন ভারতীয় ক্রিকেটার। বিশেষত তিনি একজন বোলার। অফ স্পিন এর দ্বারা ২য় সর্বোচ্চ উইকেট পেয়েছেন তিনি, শ্রীলঙ্কান মুত্তিয়া মুরালিধরন এর পরেই তার স্থান ।
তিনি প্রথম টেস্ট ও একদিনের খেলা খেলে ছিলেন ১৯৯৮ তে। তার নিয়ম- শৃঙ্খলা এবং বোলিং একশন ক্রিকেট কর্তাদের কাছে বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছিল।[১] ভারতের ক্রিকেট ইতিহাসে একজন অন্যতম কিংবদন্তি বোলার হরভজন সিং। তিনি ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
হরভজন পাঞ্জাবের মধ্যবিত্য পরিবারে জন্মেছেন। তিনি ছিলেন সরদার সরদেভ সিং এর একমাত্র ছেলে। তার পিতা ছিলেন একজন বাবসায়ি । তার ৫ বোন ছিল। প্রথম জীবনে তিনি একজন ব্যাটসম্যান হিসেবে শিক্ষা পেয়েছিলেন। তার প্রথম শিক্ষক চ্রন জিত সিং ভুলার এর কাছ থেকে। পরে তিনি বোলার হিসেবে জীবন শুরু করেন। তার নাম ছিল বাল। তিনি হাওড়ার শিবপুরে পড়াশুনা করেছেন। আর ছেলেবেলা কেটেছে আমার গ্রাম মানিকপাড়া তে। স্কুল জীবন কেটেছে মানিকপাড়া হাই স্কুলে।
১০-১৪ জুন, ২০১৫ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ সফরে নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত বৃষ্টিবিঘ্নিত একমাত্র টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ দলের বিপক্ষে তিনি ৩/৬৪ লাভ করেন। মমিনুল হকের উইকেট নিয়ে হরভজন সিং ওয়াসিম আকরামের সমকক্ষ হন ও পরবর্তীতে ইমরুল কায়েসকে আউট করে নবম সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী হন। স্পিনারদের মধ্যে কেবলমাত্র মুত্তিয়া মুরালিধরন (৮০০), শেন ওয়ার্ন (৭০৮) ও অনিল কুম্বলে (৬১৯) তার সামনে রয়েছেন।[২]
ম্যাচে ১০ বা তার বেশি উইকেট নেবার রেকর্ড রয়েছে তার নামে। ৫ বার এই কীর্তি রয়েছে তার নামে।
সাল | বিপক্ষ | মাঠ | ম্যাচের ফল |
---|---|---|---|
২০০১ | অস্ট্রেলিয়া | ইডেন গার্ডেন্স | ভারত ১1১ রানে জিতেছে |
২০০১ | অস্ট্রেলিয়া | এম. এ. চিদম্বরম স্টেডিয়াম | ভারত ২ উইকেটে জিতেছে |
২০০৪ | অস্ট্রেলিয়া | এম. চিন্নাস্বামী স্টেডিয়াম | অস্ট্রেলিয়া 217 রানে জিতেছে |
২০০৫ | শ্রীলঙ্কা | সরদার প্যাটেল স্টেডিয়াম | ভারত 259 রানে জিতেছে |
২০০৮ | শ্রীলঙ্কা | গালে আন্তর্জাতিক স্টেডিয়াম | ভারত ১৭০ রানে জিতেছে |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |