জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
হরিহরণ অনান্থ সুব্রামানি | |
---|---|
প্রাথমিক তথ্য | |
জন্ম | এপ্রিল ১৯৫৫ (বয়স ৬৯) তিরুবনন্তপুরম, কেরালা, ভারত |
ধরন | গজল, হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীত |
পেশা | নেপথ্য গায়ক |
কার্যকাল | ১৯৭৭–বর্তমান |
হরিহরন অনন্ত সুব্রহ্মণি (তামিল: ஹரிஹரன்; জন্ম: ৩ এপ্রিল ১৯৫৫) হলেন ভারতীয় চলচ্চিত্রের একজন নেপথ্য গায়ক। তিনি মালায়ালম, কন্নড, মারাঠি, ভোজপুরি এবং তেলুগু চলচ্চিত্রের একজন প্রতিষ্ঠিত গজল গায়ক, এবং ভারতীয় ফিউশন সঙ্গীতের অন্যতম পুরোধা ব্যক্তি। তিনি ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারসহ দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১][২]