হলডর ল্যাক্সনেস | |
---|---|
![]() ১৯৫৫ সালে ল্যাক্সনেস। | |
জন্ম | হলডর গুয়োজনসন ২৩ এপ্রিল ১৯০২ রেইকিয়াভিক, ডেনিশ আইসল্যান্ড |
মৃত্যু | ৮ ফেব্রুয়ারি ১৯৯৮ রেইকিয়াভিক, আইসল্যান্ড | (বয়স ৯৫)
জাতীয়তা | আইসল্যান্ডীয় |
উল্লেখযোগ্য পুরস্কার | সাহিত্যে নোবেল পুরস্কার (১৯৫৫) |
দাম্পত্যসঙ্গী | ইঙ্গিবজর্গ এইনারসডোত্তির (বি. ১৯৩০–১৯৪০)[১] আউয়োর স্ভিইন্সডোত্তির (বি. ১৯৪৫–১৯৯৮) |
হলডর ল্যাক্সনেস (টেমপ্লেট:IPA-is; জন্ম: হলডর গুয়োজনসন; ২৩ এপ্রিল ১৯০২ - ৮ ফেব্রুয়ারি ১৯৯৮) হলেন একজন আইসল্যান্ডীয় লেখক এবং ১৯৫৫ সালের সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী।[২] তিনি উপন্যাস, কবিতা, সংবাদপত্রের নিবন্ধ, প্রবন্ধ, নাটক, ভ্রমণকাহিনী এবং ছোটগল্প লিখেছেন। যেসকল লেখকরা ল্যাক্সনেসকে প্রভাবিত করেছেন তাদের মধ্যে রয়েছে অগুস্ত স্ত্রিন্দবারি, সিগমুন্ড ফ্রয়েড, নাট হামসুন, সিনক্লেয়ার লুইস, আপটন সিনক্লেয়ার, বের্টল্ট ব্রেখট এবং আর্নেস্ট হেমিংওয়ে।[৩]
হলডর গুয়োজনসন ১৯০২ সালের ২৩ এপ্রিল ডেনিশ আইসল্যান্ডের রেইকিয়াভিকে জন্মগ্রহণ করেন। যখন তার বয়স তিন বছর তখন তার পরিবার মোসফেল্সভিট পারিশের ল্যাক্সনেস খামারে চলে আসে।[৪] তিনি বড় হচ্ছিলেন এবং তার দাদীর দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছিলেন; এসম্পর্কে তিনি বলেন "আমি কথা বলতে পারার আগেই আমাকে প্রাচীন গান গেয়ে শোনাতেন, আমাকে নিধর্মী সময়ের গল্প শোনাতেন এবং ক্যাথলিক যুগের ক্র্যাডল গান গাইতেন।"[৫] তিনি অল্প বয়সেই বই পড়তে এবং গল্প লিখতে শুরু করেন এবং ১৯১৫ থেকে ১৯১৬ সাল পর্যন্ত রেইকিয়াভিকের কারিগরি স্কুলে শিক্ষা লাভ করেন। তাঁর প্রথম প্রকাশিত লেখাগুলি ১৯১৬ সালে মরগুনব্লাদি এবং শিশুদের সাময়িক ইসকানে প্রকাশিত হয়েছিল।[৬]