| |||
নামসমূহ | |||
---|---|---|---|
ইউপ্যাক নাম
Hypoiodous acid
| |||
অন্যান্য নাম
হাইপোআয়োডাস এসিড
| |||
শনাক্তকারী | |||
ত্রিমাত্রিক মডেল (জেমল)
|
|||
সিএইচইবিআই | |||
কেমস্পাইডার | |||
ইসি-নম্বর | |||
পাবকেম CID
|
|||
কম্পটক্স ড্যাশবোর্ড (EPA)
|
|||
| |||
| |||
বৈশিষ্ট্য | |||
HIO | |||
আণবিক ভর | 143.89 g/mol | ||
সুনির্দিষ্টভাবে উল্লেখ করা ছাড়া, পদার্থসমূহের সকল তথ্য-উপাত্তসমূহ তাদের প্রমাণ অবস্থা (২৫ °সে (৭৭ °ফা), ১০০ kPa) অনুসারে দেওয়া হয়েছে। | |||
যাচাই করুন (এটি কি ?) | |||
তথ্যছক তথ্যসূত্র | |||
হাইপোআয়োডাস অ্যাসিড একটি অজৈব যৌগ যার রাসায়নিক সংকেত HIO। আয়োডিনের জলীয় দ্রবণকে পারদ বা রৌপ্য লবণের সাথে বিক্রিয়া করে এটা পাওয়া যায়। এটা খুব দ্রুত অসমানুপাতে বিয়োজিত হয়ঃ [১]
হাইপোআয়োডাস অ্যাসিড একটি দুর্বল এসিড যার pK প্রায় ১১ । এর কনজুগেট ক্ষার হাইপোআয়োডাইট (IO-)। ক্ষারকীয় হাইড্রোক্সাইডের সাথে আয়োডিনের বিক্রিয়ায় এনায়নের লবণ পাওয়া যায়। তারা দ্রুত ভেঙে গিয়ে আয়োডাইড এবং আয়োডেট গঠন করে।