ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হাইলাই আর্গান্দিওয়াল | ||
জন্ম | [১] | ২২ এপ্রিল ১৯৯৬||
জন্ম স্থান | আলামেদা, মার্কিন যুক্তরাষ্ট্র | ||
উচ্চতা | ৫’৫” | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সি এফ ফ্লোরেনটিয়া | ||
জার্সি নম্বর | ২৩ | ||
যুব পর্যায় | |||
২০০৯-১১ | লিভারমোর ফিউশন এসসি মারুন ৯৫ | ||
২০১১-১৪ | Pleasanton RAGE Premier | ||
কলেজ পর্যায় | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৪-২০১৭ | সান্তা ক্লারা ব্রঙ্কোস | ৬৬ | (০) |
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮– | সি এফ ফ্লোরেনটিয়া | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০১০– | আফগানিস্তান | ||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং 12:31, 8 December 2018 (UTC) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা 12:31, 8 December 2018 (UTC) তারিখ অনুযায়ী সঠিক। |
হাইলাই আর্গান্দিওয়াল ( জন্ম ২২ এপ্রিল, ১৯৯৬) একজন আফগান মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়।[২] তিনি আফগানিস্তান মহিলা জাতীয় ফুটবল দলের প্রতিনিধিত্ব করেন এবং ডিসেম্বর ২০১৮ সালে ইতালীয় ক্লাব সি এফ ফ্লোরেনটিয়ায় নাম লেখান।
আর্গান্দিওয়াল ডিসেম্বর ২০১৮ সালে ইতালিয়ী সেরিয়ে আ এর একটি ক্লাব সি এফ ফ্লোরেনটিয়ায় আসতে সম্মত হন।[৩]
২০১০ সালে, উত্তর ক্যালিফোর্নিয়ার ১৪ বছর বয়সী হাই স্কুল শিক্ষার্থী হিসেবে, তিনি ২০১০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপেআফগানিস্তান মহিলা জাতীয় ফুটবল দলের জন্য নির্বাচিত হন। টুর্নামেন্টে তার অভিজ্ঞতা তাকে আফগানিস্তানে নারীর অধিকারের প্রচারক হতে অনুপ্রাণিত হয়েছিল।[৪] ২০১২ সালে শ্রীলংকায় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপে তিনি জাতীয় দলের অধিনায়ক হিসেবে আফগানিস্তান মহিলা জাতীয় ফুটবল দলের নেতৃত্ব দেন।[৫]