হাকান ফিদান | |
---|---|
![]() | |
পররাষ্ট্র মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৪ জুন ২০২৩ | |
রাষ্ট্রপতি | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
পূর্বসূরী | মেভলুত কাভুসোগলু |
পরিচালক জাতীয় গোয়েন্দা সংস্থা | |
কাজের মেয়াদ ৯ মার্চ ২০১৫ – ৪ জুন ২০২৩ | |
রাষ্ট্রপতি | রেজেপ তাইয়িপ এরদোয়ান |
প্রধানমন্ত্রী | বিনালি ইলদিরিম |
পূর্বসূরী | ইসমাইল হাক্কি মুসা |
উত্তরসূরী | ইবরাহিম কালিন |
কাজের মেয়াদ ২৫ মে ২০১০ – ১০ ফেব্রুয়ারী ২০১৫ | |
রাষ্ট্রপতি | আব্দুল্লাহ গুল রেজেপ তাইয়িপ এরদোয়ান |
প্রধানমন্ত্রী | রেজেপ তাইয়িপ এরদোয়ান আহমেদ দাউদ উগলু |
পূর্বসূরী | ইমরে তানের |
উত্তরসূরী | ইসমাইল হাক্কি মুসা |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৬৮ (বয়স ৫৬–৫৭) আঙ্কারা, তুরস্ক |
জাতীয়তা | তুর্কি |
রাজনৈতিক দল | ন্যায়বিচার ও উন্নয়ন দল |
দাম্পত্য সঙ্গী | নূরান ফিদান |
সন্তান | ৩ |
পেশা | গোয়েন্দা কর্মকর্তা ও কূটনীতিক |
হাকান ফিদান (জন্ম, ১৯৬৮, আঙ্কারা ) একজন তুর্কি কূটনীতিক এবং গোয়েন্দা কর্মকর্তা যিনি ২০২৩ সাল থেকে বর্তমান পররাষ্ট্র মন্ত্রী । তিনি ২০১০ [note ১] থেকে ২০২৩ সাল পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থা [note ২] হিসাবেও কাজ করেছেন। তিনি তুরস্কের জাতীয় নিরাপত্তায় তার অবদান এবং বিভিন্ন কূটনৈতিক ও গোয়েন্দা কার্যক্রমে তার অংশগ্রহণের জন্য পরিচিত।
হাকান ফিদান যার জাতিগত উৎস ইরান, ১৯৬৮ সালে আঙ্কারা, তুরস্ক-এ জন্মগ্রহণ করেন। তিনি ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড গ্লোবাল ক্যাম্পাস থেকে ব্যবস্থাপনা এবং রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি অর্জন করেন। পরে, তিনি বিলকেন্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
তিনি ১৯৮৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তুর্কি সেনাবাহিনী একজন নন-কমিশনড অফিসার হিসেবে কাজ করেছেন।[১]
তিনি ৩ জুন ২০২৩-এ তুরস্কের ৬৭তম মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী মনোনীত হন। [২]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |