হাজী আলী দরগাহ | |
---|---|
![]() | |
স্থানাঙ্ক: ১৮°৫৯′০৬″ উত্তর ৭২°৪৮′৩৬″ পূর্ব / ১৮.৯৮৫° উত্তর ৭২.৮১° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
মহানগরী | মুম্বই |
হাজী আলী দরগাহ দক্ষিণ মুম্বইয়ের ওরলি উপকূল থেকে ৫০০ মিটার দূরে আরব সাগরের বুকে অবস্থিত একটি মসজিদ ও দরগাহ।[১][২][৩]
দরগাহটি ইন্দো-ইসলামিক স্থাপত্য শৈলীর একটি সূক্ষ্ম উদাহরণস্বরূপ, দরগাহটিতে ঘুমিয়ে আছেন "সায়েদ সমাধি পীর হাজী আলী শাহ বুখারী"। হাজী আলী শাহ বোখারী বোখারা থেকে ব্যাবসার উদ্দেশ্যে ভারতে গমন করেন। পরবর্তিতে এখানে থেকে ইসলাম ধর্ম প্রচারে মনোনিবেশ করেন। শ্রুত আছে যে হজ্ব আদায় করতে গিয়ে তার মৃত্যু হয়। এবং তার লাশ তার শেষিচ্ছানুযায়ী তাকে সমুদ্রে কফিনে ভাসিয়ে দিলে সে কফিন ভাসতে ভাসতে মুম্বই এ আসলে বর্তমান স্থানে তাকে সমাহীত করা হয়।
দরগাহটি ১৪৩১ সালে স্থাপন করা হয়। এবং হাজী আলীর সঠিক প্রমানযুক্ত ইতিহাস পাওয়া যায়না।
ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম ও জীবন বিধান। হাজী আলী শাহ ইসলাম ধর্মের অনুসারী একজন আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন।