হাদীসের পরিভাষা (আরবি: مُصْطَلَحُ الحَدِيْث, প্রতিবর্ণীকৃত: মুসতালাহ আল-হাদীস) হল ইসলামের সে সকল পরিভাষা যেগুলো সাহাবী ও অনুসারী/উত্তরসূরীর ন্যায় গুরুত্বপূর্ণ প্রাথমিক ইসলামী ব্যক্তিত্বগণ কর্তৃক ইসলামী নবী মুহাম্মাদের উপর আরোপিত বাণীসমূহের (হাদিস) গ্রহণযোগ্যতাকে নির্দেশ করে।
মওযুহাদীস (مَوْضُوْع) হল জাল বা বানোয়াট হিসেবে চিহ্নিত এবং প্রদত্ত উৎস থেকে আগত হিসেবে দাবি করার অযোগ্য হাদীস। আল-যাহাবী মওযু হাদীস হিসেবে এমন হাদিসকে সংজ্ঞায়িত করেছেন, যা নবীর বানী হিসেবে প্রতিষ্ঠিত প্রচলিত প্রচলনের সঙ্গে সাংঘর্ষিক অথবা যাতে বর্ননাকারী বর্ননার সনদে একজন মিথ্যাবাদীকে অন্তর্ভুক্ত করেছেন।