হানি বাফনা | |
---|---|
জন্ম | ২৫ জুলাই ১৯৮৭ |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেতা,মডেল |
কর্মজীবন | ২০১৪–বর্তমান |
উল্লেখযোগ্য কর্ম | তুমি আসবে বলে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ গোয়েন্দা গিন্নি বকুল কথা প্রথম কাদম্বিনী গ্রামের রাণী বীণাপাণি |
হানি বাফনা একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা।যিনি বাংলা টিভি ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করেন। তিনি বাংলা টেলিভিশন শিল্পের অন্যতম প্রতিভাবান ও নিবেদিত অভিনেতা।
তিনি এমন এক পরিবার থেকে এসেছেন যেখানে কেউ অভিনয়ের সাথে জড়িত নয়। তিনি বাংলা ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন । তিনি জুনিয়র শিল্পী হিসাবে অ-উল্লেখিত ভূমিকায় অভিনয় করেন । তার প্রথম উল্লেখিত টেলিভিশন উপস্থিতি ছিল স্টার জলসার বাংলা ধারাবাহিক তুমি আসবে বলে(টেলিভিশন ধারাবাহিক) (২০১৫) তে। যেখানে তিনি ডাঃ ভিভান চক্রবর্তীর নেতিবাচক চরিত্রে অভিনয় করেছিলেন।তিনি স্টার জলসার পৌরাণিক ধারাবাহিক ভক্তের ভগবান শ্রীকৃষ্ণে 'বলরাম' চরিত্রে এবং জি বাংলার জনপ্রিয় পারিবারিক ধারাবাহিক বকুল কথায় [১] অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। [২][৩][৪] তিনি দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় [৫] হিসেবে স্টার জলসার ঐতিহাসিক নাটক প্রথমা কাদম্বিনীতে কাদম্বিনী গঙ্গোপাধ্যায় [৬][৭] বাংলার প্রথম অনুশীলনকারী ভদ্রমহিলা ডাক্তারের জীবনের উপর ভিত্তি করে । তিনি নির্মীয়মাণ সিনেমা 'পূর্ণিমা' তেও নায়ক চরিত্রে অভিনয় করবেন । [৮][৯] তিনি বর্তমানে স্টার জলসার গ্রামীণ রাণী বীণাপাণিতে শতদ্রু রায়চৌধুরী চরিত্রে অভিনয় করছেন। [১০][১১][১২]
তিনি হাফ মারোওয়ারি ও হাফ জৈন।তিনি একজন স্ব-স্বীকৃত খাদ্যরসিক এবং ক্রীড়া উৎসাহী। [১৩][১৪] তিনি বর্তমানে সিঙ্গেল। [১৫][১৬] তিনি আশুতোষ কলেজ থেকে [১৭] স্নাতক এবং টেলিভিশন শিল্পে যোগদানের আগে চিকিৎসা প্রতিনিধি হিসেবে কাজ করেছিলেন। সময় পেলে তিনি একটি বেসরকারী অভিনয় স্কুলে অভিনয়ের কর্মশালাও পরিচালনা করেন। [১৮]
বছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল | উৎপাদন ক্ষেত্র | মন্তব্য |
---|---|---|---|---|---|
২০১৫ | তুমি আসবে বলে | ডঃভিভান চক্রবর্তী | স্টার জলসা | বন্দনা ফিল্মস এন্ড এন্টারপ্রাইজেস | পার্শ্ব চরিত্র |
২০১৬ | গোয়েন্দা গিন্নি (শীল রহস্য) | সম্রাট | জি বাংলা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | পর্বভিত্তিক ভূমিকা |
২০১৬–২০১৭ | ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ | বলরাম | স্টার জলসা | সুরিন্দর ফিল্মস | ২য় পুরুষ নায়ক |
২০১৭–২০২০ | বকুল কথা | .ঋষি রায় | জি বাংলা | অ্যাক্রোপলিস এন্টারটেইনমেন্ট | প্রধান ভূমিকা |
২০২০ - ২০২১ | প্রথম কাদম্বিনী | দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় | স্টার জলসা | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস | প্রধান ভূমিকা |
২০২১ | গ্রামের রাণী বীণাপাণি | শতদ্রু রায়চৌধুরী | স্টার জলসা | বয়হুড প্রোডাকশন | প্রধান ভূমিকা |
বছর | পুরস্কার নাম | বিভাগ | মন্তব্য |
---|---|---|---|
২০১৯ | জি বাংলা সোনার সংসার | সেরা নায়ক | |
২০১৯ | কলকাতা গ্লিটজ ফ্যাশন পুরস্কার | গ্লিটজ আইকন অফ দ্য ইয়ার | |
২০১৯ | ১৮তম টেলি সিনেমা পুরস্কার | টেলিভিশনের সেরা অভিনেতা |