হাফিজ রশিদ খান | |
---|---|
![]() চট্টগ্রামে বাংলা উইকিপিডিয়া'র অনুষ্ঠানে হাফিজ | |
জন্ম | |
জাতীয়তা |
|
শিক্ষা | স্নাতক |
মাতৃশিক্ষায়তন | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় |
পেশা |
|
কর্মজীবন | ১৯৮২–বর্তমান |
নিয়োগকারী | সাংবাদিক |
প্রতিষ্ঠান | দৈনিক সুপ্রভাত বাংলাদেশ |
উল্লেখযোগ্য কর্ম | উপজাতি ও আদিবাসী কবিতা |
দাম্পত্য সঙ্গী | মিলাতুন্নেসা খানম (বি. ১৯৯৫) |
পুরস্কার | একুশে সাহিত্য পুরস্কার (২০১৬) |
হাফিজ রশিদ খান (জন্ম: ২৩ জুন ১৯৬১) একজন বাংলাদেশী কবি, লেখক, সম্পাদক, সাংবাদিক এবং আদিবাসী গবেষক। তিনি নয়াউপনিবেশবাদ এবং আদিবাসী গবেষণার জন্য পরিচিত।[১] ২০২১ সাল নাগাদ তার সাতাশটি প্রকাশিত গ্রন্থ রয়েছে। তার প্রকাশিত সর্বশেষ কাব্যগ্রন্থ রাতে আমার পেখম মেলে ২০২০ সালে প্রকাশিত হয়।[২]
একুশ বছর বয়সে ১৯৮২ সালে তার প্রথম কবিতা চট্টগ্রাম থেকে প্রকাশিত হয়।[৩] ২০২০ সালে রাতে আমার পেখম মেলে শিরোনামে তার সর্বশেষ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। ২০১৬ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক বাংলা প্রবন্ধসাহিত্যে অবদানের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক একুশে সাহিত্য পুরস্কার সহ একাধিক পুরস্কার লাভ করেন।[৪][৫][৬] এছাড়াও পুষ্পকরথ সাহিত্য কাগজ সম্পাদনার জন্য তিনি কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র কর্তৃক লিটল ম্যাগাজিন পুরস্কার পান।[৭]
হাফিজ রশিদ খান ১৯৬১ সালের ২৩ জুন[৮][৯] বাংলাদেশর (তৎকালীন পূর্ব পাকিস্তান) চট্টগ্রাম জেলার বাঁশখালীতে জন্মগ্রহণ করেন।[১] তার বাবা ছিলেন সরকারি কর্মকর্তা।[১০] চট্টগ্রাম শহরের শুলকবহর এলাকায় তিনি বেড়ে ওঠেন। হাফিজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের দৈনিক সুপ্রভাত বাংলাদেশ পত্রিকায় কর্মরত আছেন।
আশির দশকে হাফিজের লেখালেখির শুরু। ১৯৮২ সালের সেপ্টেম্বরে তার প্রথম কাব্য জোসনা কেমন ফুটেছে প্রকাশিত হয়।[১১][৩] ১৯৮৩ সালে সুন্দরের দূর্গ নামে একটি চটিকাব্য প্রকাশিত হয়। একই বছর চোরাগুপ্তা ডুবোপাহাড় শিরোনামে কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।[১২] পরবর্তী বছর ১৯৮৪ সালের জানুয়ারিতে তিনি বিধ্বস্ত ক্যম্পাস শিরোনামে প্রেমের কবিতার ভাজপত্র প্রকাশ করেন। একই বছর প্রকাশিত হয় ফুলবাড়িয়ার নিহত পলাশগুলি।[১১] ১৯৮৫ সালে প্রকাশিত হয় দীর্ঘকবিতা সংকলন শোণিত প্রপাত।[১২]
লেখালেখির শুরুর দিকে তিনি কয়েকটি সাহিত্য পত্রিকা সম্পাদনায় যুক্ত ছিলেন। আশির দশকে সম্পাদনা করেছেন রেনেসাঁস, ধানের শীষে গান, বৃষ্টি ইত্যাদি পত্রিকা। ১৯৯১ সাল থেকে সমুজ্জল সবাতাস এবং ১৯৯৩ সাল থেকে পুস্পকরথ সম্পাদনা করছেন। কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র থেকে পুষ্পকরথ সাহিত্য পত্রিকার জন্য তিনি লিটল ম্যাগাজিন পুরস্কার লাভ করেন।
হাফিজ ১৯৯৫ সালে মিলাতুন্নেসা খানমকে বিয়ে করেন। তাদের দুই কন্যা নাইসা হাফিজ খান ঐচ্ছিক ও রাইসা হাফিজ খান ঐহিক।[১০]
শিরোনাম | বছর | প্রকাশনী | সূত্র। |
---|---|---|---|
জোসনা কেমন ফুটেছে | ১৯৮২ | [১১][৩] | |
চোরাগোপ্তা ডুবোপাহাড় | ১৯৮৩ | [১২] | |
লোহিত ম্যান্ডোলিন | ১৯৯১ | ||
স্বপ্নখন্ডের রোকেয়া বেগম রুকু | ১৯৯৫ | ||
আদিবাসী কাব্য | ১৯৯৭ | পুষ্পকরথ | ওসিএলসি 37481098 |
টোটেমের রাতে হত্যাকাণ্ড | ২০০২ | ||
জুমপাহাড়ের ওম | |||
এই সুন্দর আমাঙ হারাবো না | ২০০৬ | ||
আদিবাসী কবিতাসংগ্রহ | ২০১০ | আগমী প্রকাশনী | ওসিএলসি 609306176 |
ঘূর্ণির গোয়েন্দা ঘেরা | ২০১২ | অ্যাডর্ন পাবলিকেশন | আইএসবিএন ৯৭৮৯৮৪২০০২৬৬৩ |
পড়শিওয়ালা জাগো | ২০১৩ | শুদ্ধস্বর | আইএসবিএন ৯৭৮৯৮৪৯০১৫০২৪[১৩] |
রোদের পোস্টার | ২০১৪ | প্রত্যালীঢ় | আইএসবিএন ৯৭৮৯৮৪৩৩৬৫৯৬৫[১৪][১৫] |
লর্ড ক্লাইভের পথিকেরা | ২০১৫ | খড়িমাটি | আইএসবিএন ৯৭৮৯৮৪৯১৪৯৭৮১[৭] |
কবিতার কারাবাস কবিতার মুক্তি | আদিত্য অনিক পাবলিকেশন | আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৪১৪৩০ | |
প্রত্নজীবনের রত্ন | ২০১৭ | আদিত্য অনিক পাবলিকেশন | আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৯৯৭৬৯ |
ডিঙা ভাসে দক্ষিণ সমুদ্রে | ২০১৮ | [১৬][৭] | |
রাতে আমার পেখম মেলে | ২০২০ | আগামী প্রকাশনী | আইএসবিএন ৯৭৮৯৮৪০৪২৪৪৮১[১৭][২] |
শিরোনাম | বছর | প্রকাশনী | সূত্র। |
---|---|---|---|
বাংলাদেশের উপজাতি ও আদিবাসী : অংশিদারিত্বের নতুন দিগন্ত | ১৯৯৩ | সম্পাদনা, ওসিএলসি 31173649[৩][১৯] | |
আমাদের কবিতা ও আদিবাসী প্রসঙ্গ | ২০০১ | ওসিএলসি 54822488 | |
আদিবাসী প্রবন্ধ | ২০০৪ | [৭] | |
নির্বাচিত আদিবাসী গদ্য | ২০০৫ | অ্যাডর্ন পাবলিকেশন | আইএসবিএন ৯৮৪২০০০১২৫[২০] |
অরণ্যের সুবাসিত ফুল | ২০০৯ | পাঠসূত্র প্রকাশনী | |
আদিবাসী জীবন আদিবাসী সংস্কৃতি | অ্যাডর্ন পাবলিকেশন | আইএসবিএন ৯৮৪৭০১৬৯০০৯৭৬ {{আইএসবিএন}} এ প্যারামিটার ত্রুটি: অবৈধ উপসর্গ | |
উজানি ছড়া লামনি ধার | ২০১৬ | ||
কবিতার কারাবাস কবিতার মুক্তি | আদিত্য অনিক পাবলিকেশন | আইএসবিএন ৯৭৮৯৮৪৯২৪১৪৩০ | |
অলস করতালি ও অন্যান্য প্রবন্ধ | ২০১৯ | খড়িমাটি | আইএসবিএন ৯৭৮৯৮৪৯১৪৯৭৯৮[২১] |
আদিবাসী সাহিত্যের দিগবলয় | ২০২১ | চন্দ্রবিন্দু প্রকাশন | আইএসবিএন ৯৭৮৯৮৪৯৪৮৭৭৫৩ |
বছর | শিরোনাম | প্রকাশন | সূত্র। |
---|---|---|---|
২০১৮ | অট্ট হাসির গল্প | আদিত্য অনিক পাবলিকেশন | আইএসবিএন ৯৭৮৯৮৪৯৩২২৬১০[২২] |
বছর | পুরস্কার | বিভাগ | প্রদানকারী | সূত্র |
---|---|---|---|---|
- | লিটল ম্যাগাজিন পুরস্কার | পুষ্পকরথের জন্য | কলিকাতা লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র | [৭] |
- | বিশেষ সম্মান | পুষ্পকরথের জন্য | চিনহো ফাউন্ডেশন | |
২০১৬ | একুশে সাহিত্য পুরস্কার | প্রবন্ধ | চট্টগ্রাম সিটি কর্পোরেশন | [২৩][৪][৫][৬] |
২০১৬ | সম্মাননা | সৃজনশীল সাহিত্যে | লেখোমালা | [২৪][২৫] |
Poet Hafiz Rashid Khan ... was(were) honoued with Lekhomala Sammanana 2016 at the programme.