হাফিজ সায়েদ খান

হাফিজ সায়েদ খান
জন্ম নামহাফিজ সায়েদ খান
জন্ম১৯৭২
ওরাকজাই এজেন্সি, FATA, পাকিস্তান
মৃত্যু২৬শে জুলাই ২০১৬[][]
আচিন জেলা, নাঙ্গারহার প্রদেশ, আফগানিস্তান
আনুগত্যআফগান তালিবান (2001-2007)
তেহরিক-ই-তালিবান,পাকিস্তান (2007-2014)
আই.এস.আই.এল (2014-2016)

হাফিজ সায়েদ খান (১৯৭২ - ২৬ জুলাই ২০১৬) একজন ইসলামী জঙ্গি ছিলেন। যিনি খোরাসান প্রদেশের ইসলামিক স্টেটের আমির হিসাবে দায়িত্ব পালন করেছিলেন, যে দলটি আফগানিস্তানপাকিস্তানে ২০১৫ সালের জানুয়ারি থেকে ২০১৬ এর জুলাইয়ে তার মৃত্যুর আগে পর্যন্ত সক্রিয় ছিল। ২০১৫ এর আগে, হাফিজ সায়েদ খান তেহরিক-ই-তালিবান নামক যোদ্বা গোষ্ঠীর পাকিস্তান অঞ্চলের সিনিয়র কমান্ডার ছিলেন এবং মূলত একজন আফগান তালেবান সদস্য ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

ইতিহাস

[সম্পাদনা]

সায়েদ ১৯৭২ সালে আফগান সীমান্তের নিকটবর্তী পাকিস্তানের ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চল ওড়কজাই এজেন্সিটির মামোজাই শহরে জন্মগ্রহণ করেন। খাইবার পাখতুনখার হাঙ্গু জেলায় যাওয়ার আগে তিনি স্থানীয় আলেম মৌলানা শবিতের নিকট প্রাথমিক শিক্ষা লাভ করেছিলেন।সেখানে তাকে দারুল উলুম ইসলামিয়া হ্যাঙ্গু নামক স্থানীয় বিদ্যালয়ে ভর্তি করা হয়।

জানা যায়, ফারুক খান নামে তার গ্রামের এক ব্যক্তি তার আত্মীয়ের সাথে সায়েদের বিয়ের ব্যবস্থা করেছিল। সায়েদের স্ত্রীসহ দুটি পুত্র এবং একটি কন্যাসন্তান রয়েছে এবং ফারুকের মতে, সায়েদ পরবর্তী জীবনে উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলে দ্বিতীয় বিয়ে করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন]

ইসলামী জঙ্গিবাদ

[সম্পাদনা]

১১ ই সেপ্টেম্বরের হামলার পরে সায়েদ আফগান তালেবানদের সাথে আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে কাবুল গিয়েছিল। তিনি ঐসময়ে দুই বছর কাবুলে ছিলেন।

২০০৯ সালের আগস্টে বায়তুল্লাহ মাহসুদ আমেরিকান ড্রোন হামলায় নিহত হন। টিটিপির নেতৃত্ব নিয়ে বিতর্ক দেখা দিয়েছিল। কিছু কমান্ডার হাকিমুল্লাহ মাহসুদকে নেতৃত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন, এবং তিনি চেয়েছিলেন তার সহযোগী ওয়ালি উর রহমান নেতা হোক। উপজাতি বিষয়ক প্রখ্যাত বিশ্লেষক আবদুল সবুর খানের মতে, "বায়তুল্লাহর হত্যার পরে টিটিপি দুটি দলে বিভক্ত হয়ে যায় এবং এই বিভাজনে সায়েদ মনঃক্ষুণ্ন হয়েছিল," ২০১৩ সালে হাকিমুল্লাহ নিজে আমেরিকান ড্রোন হামলায় নিহত হন। আবদুল সবুর খানের মতে, " টিটিপি প্রধান পদের তিনজন শীর্ষ প্রার্থীর একজন ছিলেন সায়েদ তাই যখন ফজলুল্লাহকে মনোনীত করা হয়,তখন তিনি হতাশ হয়ে পড়েন। "

মৃত্যু

[সম্পাদনা]

১২ জুলাই ২০১৫-তে, আফগান গোয়েন্দা সংস্থা, জাতীয় সুরক্ষা অধিদফতর দাবি করেছিল যে গুপ্তচর সংস্থার সরবরাহিত গোয়েন্দাদের সাথে সমন্বয় করে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী দ্বারা পরিচালিত একটি ধর্মঘটে সায়েদকে হত্যা করা হয়েছে, যদিও আমেরিকা কখনই এ জাতীয় কোনো অভিযানের ব্যপারে স্বীকার করেনি।আই.এসের প্রবীণ নেতা আবদুল রহিম মুসলিম দোস্তের মতে ইসলামিক স্টেট এই দাবি প্রত্যাখ্যান করেছে, তবে এই ধর্মঘট শহীদুল্লাহ শহীদ ও গুল জামানকে হত্যা করেছে। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Top ISIS commander killed in U.S. airstrike in Afghanistan"BNO News। ১২ আগস্ট ২০১৬। ১৬ মার্চ ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬ 
  2. "IS leader in Afghanistan killed, US believes"BBC News। ১২ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৬ 
  3. "Islamic State leader in Afghanistan 'killed by drone'"BBC News OnlineBBC OnlineBBC। ১২ জুলাই ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৬