হাভেলি Haveli حویلی | |
---|---|
জেলা | |
![]() পাকিস্তানের মানচিত্র আজাদ কাশ্মিরেরে (সাদা রং) এবং হাভেলী জেলা (মেরুন রং) দ্বারা বোঝান হয়েছে। | |
দেশ | পাকিস্তান |
প্রদেশ | জম্মু ও কাশ্মীর |
সদরদপ্তর | ফরওয়ার্ড কাহুতা |
আয়তন | |
• মোট | ৫৯৮ বর্গকিমি (২৩১ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১৭) | |
• মোট | ১,৫২,১২৪ |
• জনঘনত্ব | ২৬৮/বর্গকিমি (৬৯০/বর্গমাইল) |
সময় অঞ্চল | পিএসটি (ইউটিসি+5) |
হাভেলি জেলা পাকিস্তানের আজাদ কাশ্মিরের ৯তম জেলা। ২০০৯ সালের ১ জুলাই তারিখে বাগ জেলা থেকে পৃথকীকরণ করা হয়।[১] ২০১৭ সালের আদমশুমারির হিসাব অনুসারে জেলাটির জনসংখ্যা ছিল প্রায় ১৫২,১২৪ জন এর মত।[২]
হাভেলি জেলা৩টি তহসিল বিভক্ত - ফরওয়ার্ড কাহুতা (হাভেলি তহসিল), খুরশীদাবাদ (কুর্শিদ আবাদ) ও মুমতাজাবাদ।[৩] ফরওয়ার্ড কাহুতা নামে এখানে একটি পৌর কর্পোরেশন রয়েছে। হাভেলি জেলায় ১২টি ইউনিয়ন পরিষদ রয়েছে; যার মধ্যে প্রায় ৯৫ টি গ্রাম সংযুক্ত।
হাভেলি সমুদ্রতল থেকে প্রায় ৮০০০ ফুট উচ্চতার অবস্থান করছে। বছরের প্রায় নিয়মিতভাবে ভারী তুষারপাত হয়ে থাকে। দাররা হাজী পিয়ার, লাসদানা, নীল কুন্থ এবং কালামুলা হচ্ছে এখানকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ।
পাহারি হচ্ছে এখানকার মাতৃভাষা, যার মধ্যে থেকে জনসংখ্যার প্রায় ৫৫% মানুষ কথা বলে থাকে, এছাড়াও ২৫% মানুষ কাশ্মীরি ভাষা এবং ২০% জনসংখ্যা গোজরি ভাষায় কথা বলে থাকে।