হামসফর এক্সপ্রেস

হামসফর এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ
অবস্থাকার্যকর
প্রথম পরিষেবা১৬ ডিসেম্বর ২০১৬; ৭ বছর আগে (2016-12-16)
বর্তমান পরিচালকভারতীয় রেল এবং আইআরসিটিসি
ওয়েবসাইটhttp://indianrail.gov.in
যাত্রাপথের সেবা
শ্রেণী৩এ, এসএল
আসন বিন্যাসরয়েছে
ঘুমানোর ব্যবস্থারয়েছে
খাদ্য সুবিধাঅন-বোর্ড ক্যাটারিং
ভেন্ডিং মেশিন
পর্যবেক্ষণ সুবিধাসমস্ত গাড়িতে বড় জানালা, রাষ্ট্রীয় এবং বেসরকারী উভয় অপারেটর দ্বারা পরিচালিত
বিনোদন সুবিধাপড়ার জন্য আলো
বৈদ্যুতিক এবং ইউএসবি আউটলেট
মালপত্রের সুবিধাসিটের তলায়
অন্যান্য সুবিধাধূমপান অ্যালার্ম
সিসিটিভি ক্যামেরা
শিশু উপযোগী টেবিল
দুর্গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা
যাত্রীতথ্য ব্যবস্থা
কারিগরি
গাড়িসম্ভারএলএইচবি রেক
ট্র্যাক গেজ৫ ফুট ৬ ইঞ্চি (১,৬৭৬ মিলিমিটার) ব্রডগেজ
ট্র্যাকের মালিকভারতীয় রেল

হামসফর এক্সপ্রেস হল একটি সম্পূর্ণ অধিহার (প্রিমিয়াম) পরিষেবা যেখানে এসি-৩ টায়ার এবং স্লিপার ক্লাসের ব্যবস্থা ও ভারতীয় রেল দ্বারা পরিকল্পিত এবং পরিচালিত সমস্ত আধুনিক সুবিধা রয়েছে। "হামসফর" একটি উর্দু শব্দ, যার অর্থ "জীবনসঙ্গী" বা "প্রাণের বন্ধু"। ২০১৬ সালের ১৬ই ডিসেম্বর উত্তরপ্রদেশের গোরক্ষপুর থেকে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল রেলওয়ে স্টেশন পর্যন্ত প্রথম এই রেল পরিষেবা উদ্বোধন করা হয়। পরিষেবা চালুর সময় হামসফর এক্সপ্রেসের ভাড়া ছিল সাধারণ এসি-৩ টিয়ার এবং স্লিপার ক্লাসের ভাড়ার তুলনায় প্রায় ১৫-২০% বেশি।

সুযোগ-সুবিধা

[সম্পাদনা]

এই পরিবহন পরিষেবার অন্তর্ভুক্ত সুযোগ-সুবিধাগুলি হল:[][]

  • রেল দপ্তর ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে মধ্যবিত্ত যাত্রীদের আরও ভাল পরিষেবা দেওয়ার জন্য স্লিপার ক্লাস ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
  • রেল দপ্তর প্রসাধনকক্ষে শিশু উপযোগী প্রসাধনী টেবিলের ব্যবস্থা রেখেছে।
  • চা, কফিদুধের যোগান দিতে আনা হয়েছে ভেন্ডিং মেশিন
  • যাত্রিপ্রতি ১১০ ভোল্ট ডিসি বৈদ্যুতিন পোর্ট ও ইউএসবি পোর্টের ব্যবস্থা রয়েছে।
  • পড়ার জন্য যাত্রিপ্রতি আলোর সুবন্দোবস্ত করা হয়েছে।
  • এখনকার বার্থগুলি আগের ৩-টায়ার এসি স্লিপার রেকের চেয়ে আরামদায়ক বার্থ।
  • সিট নাম্বারের ফলকে ব্রেইল পদ্ধতি আনা হয়েছে।
  • প্রতিটি বগিতে মানব বর্জ্যের যথাযথ নিষ্পত্তির জন্য বায়ো-টয়লেট লাগানো হয়েছে।
  • ভিনাইল শীট ব্যবহার করে কোচের বাইরের অংশটিকে আধুনিক চেহারা দেওয়া হয়েছে।
  • কোচের প্রতিটি প্রান্তে জিপিএস-ভিত্তিক যাত্রী তথ্য সিস্টেম ভয়েস ঘোষণার মাধ্যমে তৎসহ এলইডি ডিসপ্লেতে গতি এবং স্টেশনের তথ্য প্রদর্শন করা হচ্ছে।
  • যাত্রীদের নিরাপত্তা বাড়াতে প্রতি কামরায় ধূমপান অ্যালার্ম এবং সিসিটিভি ক্যামেরা রয়েছে।
  • যাত্রীদের বাড়ি থেকে আনা খাবার সংরক্ষণের জন্য প্রতিটি কোচে হিটিং চেম্বার এবং রেফ্রিজারেটর বাক্স স্থাপন করা হয়েছে।
  • প্রতিটি কেবিনে গোপনীয়তা বজায় রাখার জন্য পর্দা এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য একটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে।
  • প্রতিটি কোচের কোরিডোর ঘিরে তিনটি দুর্গন্ধ নিয়ন্ত্রণ ব্যবস্থা লাগানো হয়েছে।
  • খাদির তৈরি শয্যাদ্রব্য দেওয়া হচ্ছে।[]

সক্রিয় পরিষেবা

[সম্পাদনা]

বর্তমানে ৩৯ টি হামসফর ট্রেন পরিষেবা চালু রয়েছে।

ক্রমিক ট্রেনের নাম ট্রেন নং অঞ্চল পুনর্পরিষেবা ধারাবাহিকতা উদ্বোধন নিয়ন্ত্রক
গোরক্ষপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস (ভায়া বাড়নী) ১২৫৭১/১২৫৭২ উ.পূ. রেল সপ্তাহে চারবার ১৬ ডিসেম্বর ২০১৬ ভারতীয় রেল
গোরক্ষপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস (ভায়া বস্তী) ১২৫৯৫/১২৫৯৬ উ.পূ. রেল সপ্তাহে তিনবার ২০ ডিসেম্বর ২০১৬ ভারতীয় রেল
স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল–আগরতলা হামসফর এক্সপ্রেস ১২৫০৩/১২৫০৪ উ-পূ.সী. রেল সপ্তাহে দুইবার ৩০ ডিসেম্বর ২০১৬ ভারতীয় রেল
হাওড়া–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল হামসফর এক্সপ্রেস ২২৮৮৭/২২৮৮৮ দ.পূ. রেল সপ্তাহে একবার ৩০ জানুয়ারি ২০১৭ ভারতীয় রেল
শ্রীগঙ্গানগর–তিরুচিরাপল্লী হামসফর এক্সপ্রেস ২২৪৯৭/২২৪৯৮ উ.প. রেল সপ্তাহে একবার ২৭ ফেব্রুয়ারি ২০১৭ ভারতীয় রেল
দুর্গ–হযরত নিজামুদ্দীন হামসফর এক্সপ্রেস ২২৮৬৭/২২৮৬৮ দ.পূ.ম. রেল সপ্তাহে দুইবার ২২ এপ্রিল ২০১৭ ভারতীয় রেল
চেন্নাই–আমেদাবাদ হামসফর এক্সপ্রেস ২২৯১৯/২২৯২০ প. রেল সপ্তাহে একবার ৪ মে ২০১৭ ভারতীয় রেল
তিরুপতি–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ২২৭০৫/২২৭০৬ দ.উ. রেল সপ্তাহে একবার ১৫ জুন ২০১৭ ভারতীয় রেল
হাওড়া–তিরুপতি হামসফর এক্সপ্রেস ২০৮৮৯/২০৮৯০ দ.পূ. রেল সপ্তাহে একবার ১৭ জুন ২০১৭ থেকে বিজয়ওয়াড়া পর্যন্ত ও ২৪ ফেব্রুয়ারি ২০১৯ থেকে তিরুপতি পর্যন্ত সম্প্রসারিত ভারতীয় রেল
১০ ভুবনেশ্বর–কৃষ্ণরাজপুরম হামসফর এক্সপ্রেস ২২৮৩৩/২২৮৩৪ পূ.উ. রেল সপ্তাহে একবার ১৩ জুলাই ২০১৭ ভারতীয় রেল
১১ বান্দ্রা টার্মিনাস–সহর্সা হামসফর এক্সপ্রেস ২২৯১৩/২২৯১৪ প. রেল সপ্তাহে একবার ১৩ আগস্ট ২০১৭ ভারতীয় রেল
১২ উদয়পুর সিটি–দিল্লি সরাই রোহিলা রাজস্থান হামসফর এক্সপ্রেস ২২৯৮৫/২২৯৮৬ উ.প. রেল সপ্তাহে একবার ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ভারতীয় রেল
১৩ চম্পারণ হামসফর এক্সপ্রেস ১৫৭০৫/১৫৭০৬ উ-পূ.সী. রেল সপ্তাহে দুইবার ১০ এপ্রিল ২০১৮ ভারতীয় রেল
১৪ প্রয়াগরাজ–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস ২২৪৩৭/২২৪৩৮ উ.ম. রেল সপ্তাহে তিনবার ৯ মে ২০১৮ ভারতীয় রেল
১৫ ইন্দোর–পুরী হামসফর এক্সপ্রেস ১৯৩১৭/১৯৩১৮ প. রেল সপ্তাহে একবার ১২ মে ২০১৮ ভারতীয় রেল
১৬ ভগৎ কি কোঠি–তাম্বরম হামসফর এক্সপ্রেস[][] ১৪৮১৫/১৪৮১৬ উ.প. রেল সপ্তাহে একবার ১৪ মে ২০১৮ ভারতীয় রেল
১৭ লিঙ্গমপল্লী–ইন্দোর হামসফর এক্সপ্রেস ১৯৩১৫/১৯৩১৬ প. রেল সপ্তাহে একবার ২১ মে ২০১৮ ভারতীয় রেল
১৮ বান্দ্রা টার্মিনাস–ভগৎ কি কোঠি হামসফর এক্সপ্রেস ১৯০৪৩/১৯০৪৪ প. রেল সপ্তাহে একবার ২ জুন ২০১৮ ভারতীয় রেল
১৯ শিয়ালদহ–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ২২৩১৭/২২৩১৮ পূ. রেল সপ্তাহে একবার ৩ জুলাই ২০১৮ ভারতীয় রেল
২০ তিরুনেলবেলি–গান্ধীধাম হামসফর এক্সপ্রেস[] ১৯৪২৩/১৯৪২৪ প. রেল সপ্তাহে একবার ৮ জুলাই ২০১৮ ভারতীয় রেল
২১ জব্বলপুর–সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেস ২০৮২৭/২০৮২৮ দ.পূ. রেল সপ্তাহে একবার ১ আগস্ট ২০১৮ ভারতীয় রেল
২২ সাঁতরাগাছি–পুণে হামসফর এক্সপ্রেস ২০৮২১/২০৮২২ দ.পূ. রেল সপ্তাহে একবার ১১ আগস্ট ২০১৮ ভারতীয় রেল
২৩ আজমীর–রামেশ্বরম হামসফর এক্সপ্রেস ১৯৬০৩/১৯৬০৪ উ.প. রেল সপ্তাহে একবার ২৭ সেপ্টেম্বর ২০১৮ ভারতীয় রেল
২৪ হুজুর সাহেব নান্দেড়–জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস ১২৭৫১/১২৭৫২ দ.ম রেল সপ্তাহে একবার ৫ অক্টোবর ২০১৮ ভারতীয় রেল
২৫ উদয়পুর সিটি–পাটলীপুত্র হামসফর এক্সপ্রেস ১৯৬৬৯/১৯৬৭০ উ.প. রেল সপ্তাহে একবার ৫ অক্টোবর ২০১৮ ভারতীয় রেল
২৬ পুণে–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস ২২১৭১/২২১৭২ প.ম. রেল সপ্তাহে একবার ৬ অক্টোবর ২০১৮ ভারতীয় রেল
২৭ সাঁতরাগাছি–হাবিবগঞ্জ হামসফর এক্সপ্রেস ২২১৬৯/২২১৭০ প.ম. রেল সপ্তাহে একবার ১০ অক্টোবর ২০১৮ ভারতীয় রেল
২৮ কোচুবেলি–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল হামসফর এক্সপ্রেস ১৬৩১৯/১৬৩২০ দ. রেল সপ্তাহে দুইবার ২০ অক্টোবর ২০১৮ ভারতীয় রেল
২৯ মধুপুর–আনন্দ বিহার টার্মিনাল হামসফর এক্সপ্রেস ১২২৩৫/১২২৩৬ উ. রেল সপ্তাহে একবার ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ভারতীয় রেল
৩০ পুণে–অজনি হামসফর এক্সপ্রেস ২২১৩৯/২২১৪০ ম. রেল সপ্তাহে একবার ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ভারতীয় রেল
৩১ পাটনা–স্যার মোক্ষগুণ্ডাম বিশ্বেশ্বরায় টার্মিনাল হামসফর এক্সপ্রেস ২২৩৫৩/২২৩৫৪ পূ.ম. রেল সপ্তাহে একবার ২ মার্চ ২০১৯ ভারতীয় রেল
৩২ পুণে–নাগপুর হামসফর এক্সপ্রেস ১১৪১৭/১১৪১৮ ম. রেল সপ্তাহে একবার ৩ মার্চ ২০১৯ ভারতীয় রেল
৩৩ বান্দ্রা টার্মিনাস–জামনগর হামসফর এক্সপ্রেস ২২৯২৩/২২৯২৪ প. রেল সপ্তাহে তিনবার ৪ মার্চ ২০১৯ ভারতীয় রেল
৩৪ প্রয়াগরাজ–নতুন দিল্লি হামসফর এক্সপ্রেস ১২২৭৫/১২২৭৬ উ.ম. রেল সপ্তাহে চারবার ১৩ সেপ্টেম্বর ২০১৯ ভারতীয় রেল
৩৫ বাবা বৈদ্যনাথধাম দেওঘর হামসফর এক্সপ্রেস ২২৪৫৯/২২৪৯০ পূ. রেল সপ্তাহে একবার ১৪ জানুয়ারি ২০২০ ভারতীয় রেল
৩৬ আইআরসিটিসি কাশী মহাকাল হামসফর এক্সপ্রেস (ভায়া লক্ষ্ণৌ) ৮২৪০১/৮২৪০২ উ. রেল সপ্তাহে দুইবার ২০ ফেব্রুয়ারি ২০২০ আইআরসিটিসি
৩৭ আইআরসিটিসি কাশী মহাকাল হামসফর এক্সপ্রেস (ভায়া প্রয়াগরাজ) ৮২৪০৩/৮২৪০৪ উ. রেল সপ্তাহে একবার ২৩ ফেব্রুয়ারি ২০২০ আইআরসিটিসই
৩৮ বান্দ্রা টার্মিনাস–গোরক্ষপুর হামসফর এক্সপ্রেস ১৯০৯১/১৯০৯২ প. রেল সপ্তাহে একবার ১ মার্চ ২০২১ ভারতীয় রেল
৩৯ গোড্ডা–নিউ দিল্লি হামসফর এক্সপ্রেস ১২৩৪৯/১২৩৫০ পূ. রেল সপ্তাহে একবার ৮ এপ্রিল ২০২১ ভারতীয় রেল

পুনঃসক্রিয় পরিষেবা

[সম্পাদনা]
ক্রমিক ট্রেনের নাম ট্রেন নং অঞ্চল পুনর্পরিষেবা ধারাবাহিকতা উদ্বোধন নিয়ন্ত্রক
উদয়পুর সিটি–মহীশূর প্যালেস কুইন হামসফর এক্সপ্রেস ১৯৬৬৭/১৯৬৬৮ উ.প. রেল সপ্তাহে একবার ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ভারতীয় রেল

বিশেষ তথ্য

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Now, Humsafar Express passengers have a lot to cheer: Five things to know"Livemint। ১৬ সেপ্টেম্বর ২০১৯। 
  2. "Humsafar Express: 15 facts that make Indian Railways' new 'luxury' AC-3 tier train for common man super cool!"Financial Express। ১৬ সেপ্টেম্বর ২০১৯। 
  3. "First look of Humsafar Express: An all new 3-Tier AC train"The Economic Times। PTI। ১৫ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯ 
  4. "Archived copy" (পিডিএফ)। ৭ নভেম্বর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৭ 
  5. "Southern Railway Welcomes You"