হামিগিতান পর্বত | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৫,৩৪৪ ফুট (১,৬২৯ মিটার) |
সুপ্রত্যক্ষতা | ১,৪৯৭ মিটার (৪,৯১১ ফুট) [১] |
স্থানাঙ্ক | ৬°৪৪′২৪″ উত্তর ১২৬°১০′৫৪″ পূর্ব / ৬.৭৪০০০° উত্তর ১২৬.১৮১৬৭° পূর্ব [১] |
নামকরণ | |
উচ্চারণ | টেমপ্লেট:IPA-tl |
ভূগোল | |
লুয়া ত্রুটি মডিউল:অবস্থান_মানচিত্ এর 480 নং লাইনে: নির্দিষ্ট অবস্থান মানচিত্রের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়নি। "মডিউল:অবস্থান মানচিত্র/উপাত্ত/Philippines" বা "টেমপ্লেট:অবস্থান মানচিত্র Philippines" দুটির একটিও বিদ্যমান নয়।
| |
দেশ | Philippines |
Region | Davao Region |
Province | Davao Oriental |
City/municipality | |
মূল পরিসীমা | Hamiguitan Mountain Range |
ভূতত্ত্ব | |
পর্বতের ধরন | Stratovolcano |
প্রাতিষ্ঠানিক নাম | Mount Hamiguitan Range Wildlife Sanctuary |
ধরন | Natural |
মানদণ্ড | x |
মনোনীত | 2014 (38th session) |
সূত্র নং | 1403 |
State Party | Philippines |
Region | Asia and the Pacific |
হামিগিতান পর্বত ফিলিপাইনের দাবাও ওরিয়েন্টাল প্রদেশে অবস্থিত একটি পর্বত। এর উচ্চতা ১,৬২০ মিটার (৫,৩১৫ ফুট)। পাহাড় এবং এর আশেপাশের অঞ্চলে দেশের সবচেয়ে বৈচিত্র্যময় বন্যপ্রানীদের একটি জীববৈচিত্র রয়েছে। এই অঞ্চলে প্রাপ্ত বন্যপ্রানীদের মধ্যে রয়েছে ফিলিপাইন ঈগল (Pithecophaga jefferyi) এবং নেপেন্থসের বেশ কয়েকটি প্রজাতি। Nepenthes peltata এবং Nepenthes micramphora হিসাবে কিছু উত্তরোত্তর এই অঞ্চলে স্থানীয়।[২][৩] এই পাহাড়টি প্রায় ২,০০০ হেক্টর সুরক্ষিত বনাঞ্চল জমিতে রয়েছে। এই বনভুমি বহু বিপন্ন, স্থানীয় এবং বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণিকুলের সাথে শতাব্দী পুরানো গাছগুলোর অনন্য পিগমি বনের জন্য অনেক বিখ্যাত।[৪]
হামিগিতান পর্বতকে, ৬,৮৩৪ হেক্টর (৬৮.৩৪ কিমি২) এলাকা সহ, ২০০৩ সালে একটি জাতীয় উদ্যান এবং একটি বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়।[৫] ২০১৪ সালে, পর্বতটিকে একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে লিপিবদ্ধ করা হয়, যা মিন্দানাও-এ প্রথম এবং ফিলিপাইনে ষষ্ঠ হয়ে ওঠে।[৬] এই অঞ্চলে পর্যটকদের জন্য বিশেষ সুবিধা রয়েছে।
হামিগুইটান পর্বত ফিলিপাইনের মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পূর্ব অংশে দাভাও ওরিয়েন্টাল প্রদেশে অবস্থিত। এই পর্বত মাতি, সান ইসিদ্রো এবং গভর্নর জেনেরেসোর রাজনৈতিক সীমানার মধ্যে থাকা ভূমি এলাকা দখল করে।[৫]
হামিগিতান পর্বত ৪৬২টি প্রজাতিসহ উদ্ভিদের সর্বোচ্চ প্রজাতি সমৃদ্ধ, ৩৩৮টি প্রজাতির উদ্ভিদ সহ ডিপটেরোকার্প বন, ২৪৬টি প্রজাতির উদ্ভিদ সহ মসী বন এবং ২৪৬টি প্রজাতির উদ্ভিত সহ কৃষি-ব্যবস্থার ডিপটেরোকার্প বন রয়েছে। এই পর্বত ৪৫টি প্রজাতির অর্কিড বহন করে, যার মধ্যে ২৩টি প্রজাতি ফিলিপাইনে এনডেমিক। হামিগিতান পর্বতে পাওয়া কিছু উদ্ভিদের মধ্যে রয়েছেঃ[৬]
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার (আইইউসিএন) তাদের রেড লিস্টে/লাল তালিকায় অন্তত ১১টি বিপন্ন মেরুদণ্ডী প্রজাতিকে চিহ্নিত করেছে। ফিলিপাইনের কৃষি, বন প্রাকৃতিক সম্পদ ও উন্নয়ন কাউন্সিল (পিকেআরআরডি) জানিয়েছে যে, এই পর্বতে ৫টি বিপন্ন প্রজাতি, ২৭টি বিরল প্রজাতি, ৪৪টি এনডেমিক প্রজাতি এবং ৫৯টি অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতি রয়েছে। নিম্নলিখিত প্রজাতিগুলো উক্ত অঞ্চলে পাওয়া যাবেঃ[৬]
২০০৪ সালে হামিগুইটানকে মাউন্ট হামিগুইটান আইনের মাধ্যমে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় যা সিনেটর লোরেন লেগার্ডার উদ্যোগে প্রণীত হয়।
জুন ২০১৪ সালে, হামিগুইটান পর্বতকে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের ইউনেস্কো তালিকায় যুক্ত করা হয়। এর আগে, স্থানটিকে ইতোমধ্যে এশীয়ান হেরিটেজ পার্ক হিসেবে ঘোষণা করা হয়েছিল।[৬]