হুজ্জাতুল ইসলাম হামিদ রেজা খান বেরলভী | |
---|---|
উপাধি | হুজ্জাত আল-ইসলাম, শাহজাদা এ আলা হযরত |
ব্যক্তিগত তথ্য | |
জন্ম | মুহাম্মদ ১৮৭৫ |
মৃত্যু | ২৩ মে ১৯৪৩[১] | (বয়স ৬৭–৬৮)
সমাধিস্থল | দরগাহ-এ-আলা হযরত, বেরেলি শরীফ, উত্তর প্রদেশ, ভারত |
ধর্ম | ইসলাম |
জাতীয়তা | ভারতীয় |
সন্তান | মুফাসসির এ আজম হযরত মৌলানা ইব্রাহিম রেজা খান, হযরত মৌলানা হাম্মাদ রেজা খান নোমানী মিয়া |
পিতামাতা |
|
নাগরিকত্ব | ব্রিটিশ ভারতীয় |
আখ্যা | সুন্নি |
ব্যবহারশাস্ত্র | হানাফি |
ধর্মীয় মতবিশ্বাস | মাতুরিদি |
তরিকা | কাদেরী, চিশতি, সোহরাওয়ার্দী, নকশবন্দি |
ছদ্মনাম | হামিদ |
পেশা | ইসলামী পণ্ডিত |
মুসলিম নেতা | |
কাজের মেয়াদ | আধুনিক যুগ |
পূর্বসূরী | আহমদ রেজা খান বেরলভী |
উত্তরসূরী | মোস্তফা রেজা খান |
পেশা | ইসলামী পণ্ডিত |
জামাত রেজা-এ-মোস্তফার সভাপতি[২] | |
কাজের মেয়াদ ১৯২১ – ১৯৪৩ | |
পূর্বসূরী | আহমদ রেজা খান বেরলভী |
উত্তরসূরী | মোস্তফা রেজা খান |
রেজভী |
---|
ধারাবাহিকের অংশ |
মুহাম্মদ হামিদ রেজা খান বেরলভী ছিলেন ভারত উপমহাদেশের বিখ্যাত ইসলামী পণ্ডিত, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, সুফি, রাজনৈতিক ব্যাক্তিত্ব ও দার্শনিক। তিনি ১২৯২ হিজরীর রবিউল আউয়াল, ১৮৭৩ সালে ভারতের বেরেলী শহরে জন্মগ্রহণ করেন। আক্বীকার সময়ে তার নাম ছিল মুহাম্মদ, কারণ এটি পারিবারিক ঐতিহ্য ছিল। [৩]
খান ছিলেন ইমাম আহমদ রেজা খানের পুত্র, ইমাম আহমদ রেজা নকি আলী খানের পুত্র, নকি আলি খান রেজা আলী খানের পুত্র। [৪]
তিনি প্রাথমিক শিক্ষা তার পিতা ইমাম আহমদ রেজা খানের কাছ থেকে পেয়েছিলেন। তিনি ১৯ বছর বয়সে আনুষ্ঠানিক ইসলামী পড়াশোনা শেষ করেন। তিনি আরবী ও ফারসি, পাশাপাশি হাদীস, ফিকহ, দর্শন ও গণিতে দক্ষ ছিলেন।[৫]
খান তার "রিসাল-এ-জালিলা"র সংকলন সহ বিভিন্ন বিষয়ে বই লিখেছেন এবং অনুবাদ করেছেন। তিনি তার বাবার বইও অনুবাদ করেছিলেন।
তিনি আদ দৌলতুল মক্কিয়া বিল মাদ'দাতিল গাইবিয়া আরবী থেকে উর্দুতে অনুবাদ করেছিলেন। এই বইটিতে বিশ্বনবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)'র ইলমে গায়ব (অদৃশ্যের জ্ঞান) নিয়ে আলোচনা করা হয়েছে। [৬]
খানের কাজের মধ্যে রয়েছে: [৩]
হামিদ রেজা খান ১৩৬২ হিজরীর জমাদিউল আউয়ালের ১৭ তারিখ (২৩ মে, ১৯৪৩) নামাজ পড়ার সময় মৃত্যুবরণ করেন। তার জানাজার নামাজের ইমামতিত্ব করেন মোহাম্মদ আবদুল গফুর হাজারভি। তার সমাধিটি তার বাবার পাশে।[৩]