ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হামিশ ডানকান রাদারফোর্ড | |||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ডুনেডিন, ওতাগো, নিউজিল্যান্ড | ২৭ এপ্রিল ১৯৮৯|||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | স্লো লেফট-আর্ম অর্থোডক্স | |||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | উদ্বোধনী ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||
সম্পর্ক | কে. আর. রাদারফোর্ড (বাবা) | |||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ২৬০) | ৬ মার্চ ২০১৩ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৩ জানুয়ারি ২০১৫ বনাম শ্রীলঙ্কা | |||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৭৯) | ২০ ফেব্রুয়ারি ২০১৩ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ৩১ অক্টোবর ২০১৩ বনাম বাংলাদেশ | |||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||
২০০৯-বর্তমান | ওতাগো (জার্সি নং ৭) | |||||||||||||||||||||||||||||||||||
২০১৩ | এসেক্স | |||||||||||||||||||||||||||||||||||
২০১৫-বর্তমান | ডার্বিশায়ার | |||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ক্রিকইনফো, ২৫ আগস্ট ২০১৫ |
হামিশ ডানকান রাদারফোর্ড (ইংরেজি: Hamish Rutherford; জন্ম: ২৭ এপ্রিল, ১৯৮৯) আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে প্রতিনিধিত্বকারী নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য হামিশ রাদারফোর্ড মূলতঃ বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ও টুয়েন্টি২০ ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে থাকেন। এছাড়াও, দলের প্রয়োজনে বামহাতে অফ স্পিন বোলিং করে থাকেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেটে ওতাগো দলে প্রতিনিধিত্ব করছেন। কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে খেলছেন। সাবেক নিউজিল্যান্ডীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক কেন রাদারফোর্ড তার বাবা। এছাড়াও তিনি ইয়ান রাদারফোর্ডের ভাতিজা।[১]
মার্চ, ২০১৩ সালে ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত খেলায় ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক ঘটে। ১৭১ রান করে টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেকে সপ্তম-সর্বোচ্চ রান করার কৃতিত্ব দেখান।[২][৩] অভিষেকে বামহাতি ক্রিকেটার ও ইনিংস উদ্বোধনে নেমে তার এ কৃতিত্ব দ্বিতীয় অবস্থানে রয়েছে। খেলাটি ড্রয়ে পরিণত হয়। উভয় ক্ষেত্রেই জ্যাক রুডল্ফ শীর্ষস্থানে রয়েছেন।[৪]
হামিশ রাদারফোর্ডের টেস্ট সেঞ্চুরি | |||||||
---|---|---|---|---|---|---|---|
নং | রান | প্রতিপক্ষ | টেস্ট | মাঠ | তারিখ | ফলাফল | তথ্যসূত্র |
১ | ১৭১ | ![]() |
১ | ইউনিভার্সিটি ওভাল | ৮ মার্চ ২০১৩ | ড্র | [৫] |
# | সিরিজ | মৌসুম | খেলায় অবদান | ফলাফল |
---|---|---|---|---|
১ | ইংল্যান্ড ব নিউজিল্যান্ড, ইংল্যান্ড | ২০১৩ | ৬২ (৩৫ বল: ৬x৪, ৪x৬) | ![]() |