হাম্পটি শর্মা কি দুলহানিয়া | |
---|---|
পরিচালক | শশাঙ্ক খাইতান |
প্রযোজক | করণ জোহর |
রচয়িতা | শশাঙ্ক খাইতান |
শ্রেষ্ঠাংশে | বরুণ ধবন আলিয়া ভাট আশুতোষ রানা সিদ্ধার্থ শুক্লা |
সুরকার | মূল গান: শচীন-জিগার শারিব-তসি আবহ সঙ্গীত: জন স্টুয়ার্ট ইডুরি |
চিত্রগ্রাহক | নেহা পারতি মাটিয়ানি |
সম্পাদক | মানান সাগর |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | এএ ফিল্মস |
মুক্তি | ১১ জুলাই ২০১৪ |
স্থিতিকাল | ১৩৩ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | প্রা.₹২৯ কোটি রুপি |
আয় | প্রা.₹১১০ কোটি রুপি[১] |
হাম্পটি শর্মা কি দুলহানিয়া (বাংলা: হাম্পটি শর্মার বধূ) ২০১৪ সালের হিন্দি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক ছবি,[২] যেটি রচনা ও পরিচালনা করেছেন শশাঙ্ক খাইতান এবং প্রযোজনা করেছেন করণ জোহর।[৩][৪] এটির মূল চরিত্রে হাম্পটি শর্মা হিসেবে বরুণ ধবন এবং কাবিয়া প্রতাপ সিং হিসেবে আলিয়া ভাট অভিনয় করেন।[৫][৬] চলচ্চিত্রটি ১১ জুলাই ২০১৪ সালে মুক্তি লাভ করে এবং বক্স অফিসে সাফল্য লাভ করে।
কাবিয়া তার বিয়ের জন্য দামি বিয়ের পোশাক কিনতে দিল্লি যায়, কারণ তার বাবা তাকে দামি পোশাক কিনে দিতে অসম্মতি জানায়। দিল্লিতে হাম্পটি শর্মার সাথে তার পরিচয় হয়। হাম্পটি শর্মা কাবিয়ার প্রেমে পড়ে যায়।
শিরোনামহীন |
---|
নং. | শিরোনাম | গীতিকার | সুরকার | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|---|---|
১. | "সেটারডে সেটারডে" | ইন্দিপ বাকশি, বাদশা, কুমার | শারিব-তসি, দি টাইটানস, বাদশা | আকৃতি কাক্কার, ইন্দিপ বাকশি, বাদশা | ৩:৩০ |
২. | "সামজাহ" | আহমেদ আনিস, কুমার | জাওয়েদ আহমেদ, শারিব-তসি | অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল | ৪:২৯ |
৩. | "ডাইঙ্গাড ডাইঙ্গাড" | ইরশাদ কামিল | শচীন-জিগার | উদিত নারায়ণ, দিবিয়া কুমার, আকৃতি কাক্কার, প্রতিভা ভাগেল, দিপালি সাথি, নীহারিকা সিনহা | ৩:৪৩ |
৪. | "লাকি তু লামি মে" | শশাঙ্ক খাইতান | শচীন-জিগার | বেনি দয়াল, আনুশকা মানচান্দা র্যাপ করেছেন: বরুণ ধবন | ৩:২৩ |
৫. | "ইমোশনাল ফুল" | কুমার | শারিব-তসি | তসি সাবরি শারিব-তসি | ৩:২৬ |
৬. | "ডি সে ড্যান্স" | ইরশাদ কামিল | শচীন-জিগার | ভিসাল দাদলানি, সালমালি খোলগাদে অতিরিক্ত কন্ঠ: আনুশকা মানচান্দা | ৩:২৭ |
৭. | "সামজাহ (আনপ্লাগড)" | আহমেদ আনিস, কুমার | জাওয়েদ আহমেদ, শারিব-তসি | আলিয়া ভাট | ৩:৩৬ |
মোট দৈর্ঘ্য: | ২৪:১৪ |