হাম্মাম ইবনে মুনাব্বিহ (র.) (আরবি: همام ابن منبه)[১] একাধারে একজন ইসলামি পণ্ডিত, তাবি‘ঈ এবং হাদিস বর্ণনাকারী ছিলেন।
মুনাব্বিহ ইবনে কামিল তাঁর বাবা এবং ওয়াহাব ইবনে মুনাব্বিহ তাঁর ভাই ছিলেন।[২] ইমাম আয-যাহাবি তাঁর সিয়ার আলাম আন-নুবালায় লিখেছেন, হাম্মাম (রহ.) তার প্রধান একজন ছাত্র মা'মার ইবনে রাশিদকে মদিনায় আবু হুরায়রা (রা.) এর হাদিস শেখাতেন। পরে মা'মার সানায় গিয়ে বাকি জীবন কাটান। মা'মার কাছ থেকে বর্ণনাগুলো আব্দুল রাজ্জাক আল-সানʼআনি, আব্দুল্লাহ বিন আল-মুবারক এবং অন্যদের কাছে চলে আসে।
তাঁর মৃত্যুর তারিখ নিয়ে গবেষকরা মতবিরোধ করেছেন।[১][৩]
তাঁর সংকলিত সহিফা প্রাথমিক সহিফাগুলোর মধ্যে অন্যতম এবং বেশ গুরুত্বপূর্ণ, যা আজও টিকে আছে।[৪][৫]