গ্রিক পুরাণে, হার্মিপ্পে (Hermippe) ( প্রাচীন গ্রিক : Ἑρμίππη) হল বিওটিয়াসের একজন কন্যা। তার সাথে জিউস ও ড্যানাইড আইসোনই এর পুত্র অরকোমেনাসের বিবাহ হয়। কিন্তু পোসাইডনের সাথে তার মিলন হয় এবং তার মাধ্যমে মিনিয়াস নামে এক পুত্রসন্তানের জন্ম দেন। অরকোমেনাস সেই পিতার বৈধ পিতা হন।[১]
আইএইউ গ্যাজেটিয়ার অফ প্লানেটারি নমেনক্লেচার[২] আপাতভাবে হোমারের নথিভূক্ত স্কোলিয়াগুলোর বিকল্প সংস্করণ অনুসারে হারমিপ্পেকে "জিউসের স্ত্রী ও তার দ্বারা জন্মানো পুত্র অরকোমেনাসের মাতা" হিসেবে উল্লেখ করেছে।[৩]