হারুন (নবি)

ভাববাদী
মহাযাজক

হারুণ
אַהֲרֹן
هارون
Ἀαρών
জন্ম
হারুণ

মৃত্যু
সমাধিহারোণের সমাধি, পেত্রা, যর্দন
অন্যান্য নামহারুন (হিব্রু ভাষায়: هارون‎)
পিতা-মাতাঅম্রম (পিতা)
যোকেবদ (মাতা)
আত্মীয়মুসা (ভাই)
মরিয়ম (বোন)

হারুণ[] বা অ্যারন[] (হিব্রু ভাষায়: אַהֲרֹן′Ahărōn;[] আরবি: هارون, প্রতিবর্ণীকৃত: Hārūn, প্রাচীন গ্রিকἈαρών), যিনি যাজক হারোণ (אֵהֲרֹן הֵכֹּהֵן‬) বা লেবীয় হারোণ (אַהֲרֹן הַלֵּוִי‬)[] নামেও পরিচিত, ছিলেন অব্রাহামীয় ধর্মসমূহের একজন ভাববাদী বা নবী, মহাযাজক এবং মোশির বড় ভাই।[][][][][][১০][১১][১২] তার ভাই মুসার পাশাপাশি হারুণ সংক্রান্ত তথ্য কেবল বাইবেলকোরআনের মতো ধর্মগ্রন্থ থেকে প্রাপ্ত।

ইসলামে তিনি হারুন হিসেবে পরিচিত এবং তাঁকে মুসার কনিষ্ঠ ভ্রাতা হিসাবে বর্ণনা করা হয়েছে। কোরআনে তাঁকে নবী হিসাবে উল্লেখ করা হয়েছে।[][][১০][১১][১২] মুসার মতো হারুণ মিসর দেশের রাজপ্রাসাদে বেড়ে ওঠেননি। মুসা যখন ফেরাউনের সাথে বিবাদে জড়িয়ে পড়েন তখন হারুণ তার মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।[১৩] তোরাহ গ্রন্থের মাধ্যমে আল্লাহ হারুনকে নবী হিসাবে ঘোষণা করেন। সেই সাথে হারুণ ইস্রায়েলীয় জাতির প্রথম মহাযাজক হিসাবে নিযুক্ত হন।[১৪] ইস্রায়েলীয়রা উত্তর যর্দন নদী পার হবার পূর্বেই হারুণ মারা যান। তাঁকে ইদোম দেশের সীমার নিকটস্থ হোর পর্বতে সমাহিত করা হয়।[১৫][১৬][১৭] অন্য সূত্র অনুসারে তিনি মোষেরোতে মারা যান বলে জানা যায়।[১৫][১৮] বাইবেলের নূতন নিয়মেও হারুণের উল্লেখ রয়েছে।[১৯][২০][২১][২২][২৩]

হিব্রু বাইবেলে অ্যারন

[সম্পাদনা]

বুক অব এক্সডাস অনুসারে, অ্যারনের প্রধান কাজ ছিল মোজেসকে সাহায্য করা। মোজেস ঈশ্বরের নিকট আবেদন করেন যে তিনি পরিষ্কার উচ্চারনে কথা বলতে পারতেন না। এর পরিপ্রেক্ষিতে ঈশ্বর অ্যারনকে তার সাহায্যকারী “নবী” হিসাবে নিযুক্ত করেন। (এক্সডাস ৪:১০-১৭; ৭:১)।[note ১] মোজেসের আদেশে অ্যারন তার লাঠিকে সাপে রূপান্তর করতেন।[২৪][২৫][২৬][২৭] এরপর অ্যারন মোজেসের পক্ষ হয়ে কথাবার্তা বলতে থাকেন।[২৮][২৯][৩০]

বংশতালিকা

[সম্পাদনা]
তেরহ
সারা[৩১]অব্রাহামহাগারহারণ
নাহোর
ইশ্মায়েলমিল্‌কালোটযিষ্কা
ইশ্মায়েলীয়৭ পুত্র[৩২]বথূয়েল১ম কন্যা২য় কন্যা
ইস্‌হাকরিবিকালাবনমোয়াবীয়অম্মোনীয়
এষৌযাকোবরাহেল
বিল্‌হা
ইদোমীয়সিল্পা
লেয়া
১. রূবেণ
২. শিমিয়োন
৩. লেবি
৪. যিহূদা
৯. ইষাখর
১০. সবূলূন
দীণা (কন্যা)
৭. গাদ
৮. আশের
৫. দান
৬. নপ্তালি
১১. যোষেফ
১২. বিন্যামীন
যাকোবলেয়া
লেবি
গের্শোনকহাৎমরারি
লিব্‌নিশিমিয়িযিষ্‌হরহিব্রোণউষীয়েলমহলিমূশি
যোকেবদঅম্রমমীশায়েলইল্‌সাফনসিথ্রি
মরিয়মহারোণমোশিসিপ্পোরা
গের্শোমইলীয়েষর

তথ্যসূত্র

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]
  1. He spoke and acted on behalf of Moses with the Egyptian royal court, including performing miraculous "signs" to validate Moses' mission.