ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | হার্বার্ট স্যামুয়েল চ্যাং | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কিংস্টন, জ্যামাইকা | ২ জুলাই ১৯৫২|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি মিডিয়াম | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ১৭৩) | ১২ জানুয়ারি ১৯৭৯ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
১৯৭২/৭৩–১৯৮২/৮৩ | জ্যামাইকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২৭ আগস্ট ২০২০ |
হার্বার্ট স্যামুয়েল চ্যাং (ইংরেজি: Herbert Chang; জন্ম: ২ জুলাই, ১৯৫২) জ্যামাইকার কিংস্টন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৭০-এর দশকের শেষদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে মিডিয়াম বোলিংয়ে পারদর্শী ছিলেন হার্বার্ট চ্যাং।
১৯৭২-৭৩ মৌসুম থেকে ১৯৮২-৮৩ মৌসুম পর্যন্ত হার্বার্ট চ্যাংয়ের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। চীনা বংশোদ্ভূত জ্যামাইকার নাগরিক তিনি।[১]
বামহাতে রক্ষণাত্মক ভঙ্গীমায় ব্যাটিং করতেন। ১৯৭০ সালে ওয়েস্ট ইন্ডিজ তরুণ খেলোয়াড়দের নিয়ে গঠিত দলের সদস্যরূপে ইংল্যান্ড গমন করেন।[২] পরবর্তীতে, ১৯৭৩ থেকে ১৯৮৩ সময়কালে জ্যামাইকার পক্ষে ৪৮টি প্রথম-শ্রেণীর খেলা ও ১৮টি লিস্ট এ ক্রিকেট খেলায় অংশ নেন।
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হার্বার্ট চ্যাং। ১২ জানুয়ারি, ১৯৭৯ তারিখে চেন্নাইয়ে স্বাগতিক ভারত দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। এরপর আর তাকে কোন টেস্টে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
১৯৭৯ সালে ওয়েস্ট ইন্ডিজ দলের সাথে ভারত গমন করেন। এ সফরেই মাদ্রাজ টেস্টে নিজস্ব একমাত্র টেস্ট খেলায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করেছিলেন তিনি।[১] সিরিজের চতুর্থ টেস্টটিতে তিনি ব্যর্থ হয়েছিলেন। ৬ ও ২ রান সংগ্রহ করতে পেরেছিলেন। জ্যামাইকায় কয়েক মৌসুম ধারাবাহিক খেলার স্বীকৃতিস্বরূপ ভারত গমনের সুযোগ পান। ভারত সফরের পরও তার এ ক্রীড়াশৈলী অব্যাহত থাকে।
১৯৮১-৮২ মৌসুমে ৪২৬ রান তুলেন। তাসত্ত্বেও, দল নির্বাচকমণ্ডলীর উপেক্ষার পাত্রে পরিণত হন। ক্ষুদ্ধ ও হতাশ চিত্তে বিদ্রোহী দলের সাথে যুক্ত হন। ১৯৮৩ সালে তৎকালীন নিষিদ্ধঘোষিত দক্ষিণ আফ্রিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম বিদ্রোহী দলের সদস্য ছিলেন। সেখানে তিনি চারটি স্বীকৃতিবিহীন একদিনের আন্তর্জাতিকে অংশগ্রহণ করেন। এ সফরে যাওয়ার খেসারত গুণতে হয় তাকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড কর্তৃক তিনি আজীবন নিষেধাজ্ঞার কবলে পড়েন। অবশ্য, ১৯৮৯ সালে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
ওয়েস্ট ইন্ডিজে ক্রিকেট খেলা থেকে বহিষ্কারের ফলে স্নায়ুবৈকল্যের শিকার হন।[৩] বর্তমানে তার পরিবার কিংস্টনে বসবাস করছেন।[৪]