হার্ভি কাইটেল | |
---|---|
Harvey Keitel | |
জন্ম | |
জাতীয়তা | মার্কিন |
পেশা | অভিনেতা, প্রযোজক |
কর্মজীবন | ১৯৬৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | ড্যাফনা ক্যাস্টনার (বি. ২০০১) |
সঙ্গী | লরেন ব্রাকো (১৯৮২-১৯৯৩) |
সন্তান | ৩ |
হার্ভি কাইটেল (ইংরেজি জন্ম ১৩ই মে ১৯৩৯)[১] হলেন একজন মার্কিন অভিনেতা ও প্রযোজক। তিনি একবার করে একাডেমি পুরস্কার ও গোল্ডেন গ্লোব পুরস্কারে মনোনীত হয়েছেন এবং একবার দাভিদ দি দনাতেল্লো জয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে থিও আঙ্গেলোপোলসের ইউলিসেস গেজ, মার্টিন স্কোরসেজির মিন স্ট্রিটস, ট্যাক্সি ড্রাইভার ও দ্য লাস্ট টেম্পটেশন অব ক্রাইস্ট; রিডলি স্কটের দ্য ডুয়েলিস্টস ও থেলমা অ্যান্ড লুইস; পিটার ইয়েটসের মাদার, জাগস অ্যান্ড স্পিড; কোয়েন্টিন টারান্টিনোর রিজারভয়ার ডগ্স ও পাল্প ফিকশন; জেন ক্যাম্পিয়নের দ্য পিয়ানো; অ্যাবেল ফেরারার ব্যাড লেফটেন্যান্ট; রবার্ট রদ্রিগ্রেজের ফ্রম ডাস্ক টিল ডন; জেমস ম্যানগোল্ডের কপ ল্যান্ড, ওয়েস অ্যান্ডারসনের মুনরাইজ কিংডম, দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ও আইল অব ডগস্; এবং পাওলো সরেন্টিনোর ইয়ুথ। আল পাচিনো ও এলেন বার্স্টিনের সাথে যৌথভাবে তিনি অ্যাক্টরস স্টুডিওর বর্তমান সভাপতি।[২]
কাইটেল ১৯৩৯ সালের ১৩ই মে নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হ্যারি কাইটেল ও মাতা মিরিয়াম (ক্লেইন)। তারা দুজনেই আশকেনাজি ইহুদি। তার পিতা পোল্যান্ড ও মাতা রোমানিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসেন।[৩]
পূর্বসূরী পল নিউম্যান |
অ্যাক্টরস স্টুডিওর সভাপতি ১৯৯৪–বর্তমান সাথে: আল পাচিনো ও এলেন বার্স্টিন |
উত্তরসূরী - |