হার্শা ভোগলে

হার্শা ভোগলে
হার্শা ভোগলে
জন্ম (1961-07-19) ১৯ জুলাই ১৯৬১ (বয়স ৬৩)
শিক্ষাওসমানিয়া বিশ্ববিদ্যালয়
ইন্ডিয়ান ইনষ্টিটিউব অব ম্যানেজমেন্ট, আহমেদাবাদ
পেশাটিভি ভাষ্যকার
উপস্থাপক
দাম্পত্য সঙ্গীআনিতা
সন্তানচিন্ময়
সতচিত
ওয়েবসাইটharshabhogle.com

হার্শা ভোগলে (মারাঠি: हर्ष भोगले; জন্ম: ১৯ জুলাই ১৯৬১) হলেন একজন ভারতীয় ক্রিকেট উপস্থাপক এবং সাংবাদিক।[] তিনি হায়দ্রাবাদে একটি মারাঠি ভাষাভাষী পরিবারে জন্মগ্রহণ করেন। হার্শা সাম্প্রতিক সময়ে একজন জনপ্রিয় টেলিভিশন উপস্থাপকে পরিণত হয়েছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

হার্শা ফরাসি অধ্যাপক এ.ডি. ভোগলে এবং মনোবিদ্যার অধ্যাপক শালিনী ভোগলের ঘরে জন্মগ্রহণ করেন।

কর্মজীবন

[সম্পাদনা]

হার্শা যখন হায়দ্রাবাদ বাস করতেন তখন অল ইন্ডিয়া রেডিওতে মাত্র ১৯ বছর বয়সে একজন ভাষ্যকার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ১৯৯১-৯২ সালে প্রথম ভারতীয় ভাষ্যকার হিসেবে তিনি ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপের আগে ভারতের ক্রিকেট সিরিজের সময় অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন দ্বারা আমন্ত্রণ পান।

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

হার্শা তার আইআইএম একজন সহপাঠী আনিতার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন,[] এবং তাদের ছেলেরা হলেন চিন্ময় এবং সতচিতের সঙ্গে মুম্বাই বসবাস করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://indianexpress.com/tag/harsha-bhogle/
  2. Jadhav, Prashant (২৪ মে ২০১১)। "Launch of Harsha Bhogle and wife Anita's book on cricket"DNA India। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১২ 
  3. Rajamani, Radhika (৩১ মার্চ ২০০৪)। "Shots of life: Catch Harsha Bhogle unplugged over soup and salad"The Hindu। ২৭ সেপ্টেম্বর ২০০৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুন ২০১২ 
  • "Harsha Bhogle"ESPN Star Sports। ২২ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ মার্চ ২০১৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]