হার্সটাদ টাইদেন্দে (যার অর্থ ইংরেজিতে হার্সটাদ টাইমস ) নরওয়ের হার্সটাদ শহরে প্রকাশিত একটি আঞ্চলিক দৈনিক সংবাদপত্র। পত্রিকাটির প্রচলন ১৩,৫০৩ অনুলিপি। খবরের কাগজটির মালিকানা হার্সটাদ টাইডেন্ডে গ্রুপেনের, যা পোলারিস মিডিয়ার মালিকানাধীন। [১] ১৯৪৫ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত কাগজটির সম্পাদক ছিলেন হাকন স্টোরি। [২]