হাসান মাতুক

হাসান মাতুক
২০১৯ সালে আল আনসারের হয়ে হাসান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাসান আলি মাতুক
জন্ম (1987-08-10) ১০ আগস্ট ১৯৮৭ (বয়স ৩৭)[]
জন্ম স্থান সির আল গারবিয়াহ, লেবানন
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট + ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল আনসার
জার্সি নম্বর ১০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:৩৫, ৩০ জানুয়ারি ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

হাসান আলি মাতুক (আরবি: حسن علي معتوق, ইংরেজি: Hassan Maatouk; জন্ম: ১০ আগস্ট ১৯৮৭; হাসান মাতুক নামে সুপরিচিত) হলেন একজন লেবানীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে লেবানীয় ক্লাব আল আনসার এবং লেবানন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, হাসান লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে লেবাননের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। এরপূর্বে ২০০৬ সালে তিনি লেবাননের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; লেবাননের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১৮ ম্যাচে ২৩টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

হাসান আলি মাতুক ১৯৮৭ সালের ১০ই আগস্ট তারিখে লেবাননের সির আল গারবিয়াহে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

হাসান লেবানন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে লেবাননের প্রতিনিধিত্ব করেছেন। লেবাননের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১১ ম্যাচে অংশগ্রহণ করে ২টি গোল করেছেন।

হাসান কাতারে অনুষ্ঠিত ২০২৩ এএফসি এশিয়ান কাপের জন্য ঘোষিত লেবাননের ২৬ সদস্যের চূড়ান্ত দলে অধিনায়ক হিসেবে স্থান পেয়েছিলেন,[][] যেখানে তিনি তিন ম্যাচে অংশগ্রহণ করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
৩০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
লেবানন ২০০৬
২০০৭
২০০৮
২০০৯
২০১০
২০১১ ১১
২০১২
২০১৩ ১১
২০১৪
২০১৫
২০১৬
২০১৭
২০১৮
২০১৯ ১২
২০২০
২০২১
২০২২
২০২৩ ১৫
২০২৪
সর্বমোট ১১৮ ২৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "AFC Asian Cup 2023™ Qatar squad lists" [এএফসি এশিয়ান কাপ ২০২৩™ কাতার দলের তালিকা] (পিডিএফ)the-afc.com (ইংরেজি ভাষায়)। এশিয়ান ফুটবল কনফেডারেশন। ৫ জানুয়ারি ২০২৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২৪ 
  2. "منتخب لبنان يعلن تشكيلته إلى كأس آسيا" [এশিয়ান কাপের জন্য লেবানন জাতীয় দল ঘোষণা করেছে] (আরবি ভাষায়)। লেবানীয় ফুটবল অ্যাসোসিয়েশন। ৩০ ডিসেম্বর ২০২৩। ১ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ 
  3. "Lebanon » Appearances Asian Cup 2023" [লেবানন » এশিয়ান কাপ ২০২৩-এ অংশগ্রহণ]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৪ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]