ভাইস অ্যাডমিরাল হাসান হাফিজ আহমেদ | |
---|---|
পাকিস্তান নৌবাহিনী প্রধান | |
কাজের মেয়াদ ৩ মার্চ ১৯৭২ – ৯ মার্চ ১৯৭৫ | |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | হাসান হাফিজ আহমেদ ১৯২৬[১] মুলতান, পাঞ্জাব প্রদেশ (ব্রিটিশ ভারত) বর্তমানে পাকিস্তান |
মৃত্যু | ১৯৭৫ (বয়স ৪৮–৪৯) করাচী, সিন্ধু প্রদেশ, পাকিস্তান |
নাগরিকত্ব | পাকিস্তান |
জাতীয়তা | পাকিস্তানি |
সামরিক পরিষেবা | |
শাখা | রাজকীয় ভারতীয় নৌবাহিনী (১৯৪৫-১৯৪৭) পাকিস্তান নৌবাহিনী (১৯৪৭-১৯৭৫) |
কাজের মেয়াদ | ১৯৪৫-১৯৭৫ |
পদ | ভাইস অ্যাডমিরাল |
ইউনিট | এক্সিকিউটিভ শাখা |
হাসান হাফিজ আহমেদ (১৯২৬-১৯৭৫) পাকিস্তান নৌবাহিনী প্রধান ছিলেন। নৌবাহিনীতে কর্মরত থাকা অবস্থায় তিনি ১৯৭৫ সালে অসুস্থ অবস্থায় মারা যান।[২] তিনিই ছিলেন প্রথম চীফ অব নেভাল স্টাফ, তার আগের নৌ প্রধান অ্যাডমিরাল মুজাফফর হাসান নৌবাহিনীর সর্বাধিনায়ক হিসেবে পরিচিত ছিলেন। হাসান হাফিজ পাকিস্তানের মুলতানে জন্মগ্রহণ করেছিলেন।
হাসান হাফিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাজকীয় ভারতীয় নৌবাহিনীতে যোগ দেন, ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হলে তিনি রাজকীয় পাকিস্তান নৌবাহিনীতে আসেন।
পাকিস্তান নৌবাহিনী একাডেমীর প্রথম অধিনায়ক ছিলেন তিনি। নৌপ্রধান হবার পর তিনি পাকিস্তানের নৌ সদর করাচি থেকে ইসলামাবাদে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন। ১৯৭৫ সালের ৮ মার্চ তিনি নৌ প্রধান থাকা অবস্থায় অসুস্থ হয়ে মারা যান।[৩]