হাসিন দিলরুবা | |
---|---|
![]() হাসিন দিলরুবা চলচ্চিত্রের পোস্টার | |
পরিচালক | বিনীল ম্যাথিউ |
প্রযোজক | আনন্দ এল. রাই হিমাংশু শর্মা |
রচয়িতা | কণিকা ধিল্লন |
চিত্রনাট্যকার | জয়া কৃষ্ণ গুম্মারি |
শ্রেষ্ঠাংশে | তাপসী পান্নু বিক্রান্ত ম্যাসি হর্ষবর্ধন রানে |
সুরকার | অমিত ত্রিদেবী |
সম্পাদক | শ্বেতা ভেঙ্কট ম্যাথিউ |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | নেটফ্লিক্স |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
হাসিন দিলরুবা (অনু. সুন্দরী প্রেয়সী) ২০২১ সালের ভারতীয় হিন্দি ভাষার ব্ল্যাক কমেডি রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র, যেটি পরিচালনা করেছেন বিনিল ম্যাথিউ এবং কালার ইয়েলো প্রোডাকশন ব্যানারের অধীনে প্রযোজনা করেছেন আনন্দ এল. রাই ও হিমাংশু শর্মা। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন তাপসী পান্নু, বিক্রান্ত ম্যাসি ও হর্ষবর্ধন রানে।[১][২]
চলচ্চিত্রটি ২০২১ সালের ২ জুলাই নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়।[৩]
চলচ্চিত্রটিতে সঙ্গীতের সুর করেছেন অমিত ত্রিবেদী এবং সঙ্গীত রচনা করেছেন বরুন গ্রোভার, ক্ষিতিজ পটবর্ধন ও সিদ্ধান্ত মাগো।
চলচ্চিত্রটির সিক্যুয়েল ফির আয়ি হাসিন দিলরুবা ৯ আগস্ট, ২০২৪-এ নেটফ্লিক্সে প্রিমিয়ার হয়েছে।[৫]