হাসিমারা বিমানঘাঁটি

হাসিমারা বিমানঘাঁটিতে ড্যাসল্ট রাফাল বিমান

হাসিমারা বিমানঘাঁটি (আইসিএও: VEHX)[] হল ভারতীয় বিমানবাহিনীর একটি ঘাঁটি যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। হাসিমারা ভারত-ভুটান সীমান্তের কাছে কৌশলগতভাবে অবস্থিত। এটি চুম্বি উপত্যকার নিকটতম ভারতীয় বিমানঘাঁটিও যা ভারতের সিকিম রাজ্য, ভুটান এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে ত্রি-সংযোগস্থলে অবস্থিত।

পটভূমিকা

[সম্পাদনা]

দেশের উত্তর-পূর্বে চীনের শক্তির কথা মাথায় রেখেই এই যুদ্ধবিমানের অন্যতম ঘাঁটি তৈরি হচ্ছে উত্তরবঙ্গের সবুজে মোড়া হাসিমারায়।হাসিমারা থেকে বাংলাদেশ, ভুটান এবং চীন তুলনামূলকভাবে নিকটবর্তী। অবস্থানগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। হাসিমারায় রাফাল এসে গেলে এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ঘাঁটিতে পরিণত হবে। চীনের কথা ভেবেই ভারত সামরিক ঘুঁটি সাজাচ্ছে। আগামী দিনের পরিস্থিতির কথা মাথায় রেখে হাসিমারায় নিজেদেরকে তৈরি রাখতে রাফাল যুদ্ধবিমান কার্যকর ভূমিকা নেবে বলেই দাবি প্রতিরক্ষা মন্ত্রকের।সাড়ে ন’ টন অস্ত্র বহন এবং এয়ার ডিফেন্স ও গ্রাউন্ড অ্যাটাকে সক্ষম রাফাল হাসিমারায় এসে গেলে পড়শি দেশ চীন চিন্তায় পড়বে স্বাভাবিকভাবেই।[]

পরিকাঠামো

[সম্পাদনা]

হাসিমারায় শেষবার ১৯৯৩ সালে রানওয়ের আস্তরণ সংস্কার করা হয়েছিল। রাফাল আসার আগে ফের রানওয়ে সংস্কারের কাজে হাত দেওয়া হয়েছে। যতটা সম্ভব মসৃণ করে তোলা হচ্ছে সেটি। এই কাজ ছ’মাসের মধ্যে শেষ হয়ে যাবে। হাসিমারার বর্তমান রানওয়ে ৮৫০০ থেকে ৯ হাজার ফুট লম্বা।[] যা অত্যাধুনিক এই যুদ্ধবিমানের জন্য আদর্শ। হ্যাঙারও বিশেষভাবে তৈরি করা হচ্ছে। যাতে শুধু রাফালই নয়, আরও এক অত্যাধুনিক যুদ্ধবিমান সুখোই-৩০ সেখানে থাকতে পারে।

বিমানবহর

[সম্পাদনা]

উত্তরবঙ্গের ডুয়ার্সের হাসিমারা বিমানবাহিনী ঘাঁটি রাফাল যুদ্ধবিমানকে স্বাগত জানাতে প্রস্তুতিপর্ব অনেকটাই সেরে ফেলেছে। ২০২০-তে প্রথমে পাঞ্জাবের আম্বালা বিমানবাহিনী ঘাঁটিতে পরমাণু অস্ত্রবাহী এই যুদ্ধবিমান নামবে। তার এক-দেড় বছরের মধ্যেই হাসিমারা বিমানবাহিনী ঘাঁটিতে চলে আসবে আরও বেশ কয়েকটি রাফাল। সেকারণেই এই অত্যাধুনিক যুদ্ধবিমান রাখার জন্য হ্যাঙার তৈরির কাজ প্রায় শেষের পথে। শুরু হয়েছে রানওয়ে মসৃণ করার কাজও। সম্পূর্ণ নতুন মোড়কে হাসিমারা ঘাঁটিকে তৈরি করার পথে কয়েক কদম ইতিমধ্যেই এগিয়ে গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

হাসিমারা বিমানবাহিনী ঘাঁটির এয়ার কমোডর জে এস মান । এখানে হাসিমারায় বিমানবাহিনীর ২২ তম স্কোয়াড্রন ছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Hashimara Air Force Station"ourairports.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১১ 
  2. "Hasimara" [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "Hasimara Air Force Station - IndiaAirport.com"indiaairport.com। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১১ 
  4. "Two squadrons at Hasimara to receive President's Standards in Nov end"The Times of India। ২০১৫-১১-১২। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ২০২৪-১২-১১