হিচকি

হিচকি
পরিচালকসিদ্ধার্থ পি মালহোত্রা
প্রযোজকমনীশ শর্মা
আদিত্য চোপড়া
রচয়িতাসিদ্ধার্থ পি মালহোত্রা
অঙ্কুর চৌধুরী
চিত্রনাট্যকারঅঙ্কুর চৌধুরী
অম্বর হদপ
গণেশ পণ্ডিত
উৎসফ্রন্ট অফ দ্য ক্লাস
শ্রেষ্ঠাংশেরাণী মুখার্জী
সুরকারসঙ্গীত
জাসলিন রয়্যাল
নেপথ্য সঙ্গীত
হিতেশ সনিক
চিত্রগ্রাহকঅবিনাশ অরুণ
সম্পাদকস্বেতা ভেঙ্কট ম্যাথু
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকযশ রাজ ফিল্মস
মুক্তি২৩ মার্চ ২০১৮
দেশ ভারত
ভাষাহিন্দি

হিচকি (হিন্দি: हिचकी; অনুবাদ: হেঁচকি) হচ্ছে একটি ভারতীয় চলচ্চিত্র, যেটি সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালনা এবং মনীশ শর্মাআদিত্য চোপড়া প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রটি যশ রাজ ফিল্মসের অধীনে মুক্তি পায়।[][] এই চলচ্চিত্রটি হলিউডের চলচ্চিত্র ফ্রন্ট অফ দ্য ক্লাসের (২০০৮) আদলে তৈরী করা হয়েছে, উক্ত চলচ্চিত্রটি ব্র্যাড কোহেনের লিখিত "ফ্রন্ট অফ দ্য ক্লাস: হাউ টোরেট সিনড্রোম ম্যাড মি দ্য টিচার আই নেভার হেড"-এর ওপর ভিত্তি করে নির্মিত। যশ রাজ ফিল্মস উক্ত চলচ্চিত্রের নির্মাতা হতে এই চলচ্চিত্র তৈরীর স্বত্বাধিকার অর্জন করেছে।[] এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাণী মুখার্জী, তিনি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন যিনি টোরেট সিনড্রোমে ভুগছেন। এই চলচ্চিত্রের ট্রেলার ২০১৭ সালের ১৯শে ডিসেম্বর প্রকাশ করা হয় এবং যেটি সালমান খানের চলচ্চিত্র টাইগার জিন্দা হ্যায়ের সাথে জুড়ে দেয়া হয়।[] এই চলচ্চিত্রটি ২০১৮ সালের ২৩শে মার্চ মুক্তি পায়।[][]

কাহিনী

[সম্পাদনা]

নয়না মাথুর ছোটবেলা থেকে ‘ট্যুরেট সিনড্রোম’ নামের স্নায়ুরোগের শিকার। এ কারণে তার বারবার ‘হিচকি’ আসত, কথা আটকে যেত। কোনো উত্তেজনা এলেই নয়নার মুখ দিয়ে অদ্ভুত 'চোক-চোক', 'ওয়া-ওয়া' আওয়াজ বের হতো। এই কারণে তাকে সব সময়ই নানা বিদ্রূপের শিকার হতে হয়, কয়েকটি বিদ্যালয় থেকে বিতাড়িত হতে হয়।

এ সময় তার জীবনে আসেন শিক্ষক মিস্টার খান। তিনি নয়নাকে বলেন তার এই দুর্বলতাকে শক্তি বানাতে। নয়নার লক্ষ্য ছিল তিনিও শিক্ষক হবেন। কিন্তু এখানেও তার বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ‘হিচকি’। অবশেষে তিনি তার স্বপ্নের দুনিয়ায় পা রাখেন। নয়না সেই বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে আসেন, যেখানে তিনি একসময় ছাত্রী ছিলেন।

বস্তির একঝাঁক কিশোর-কিশোরীর শিক্ষার দায়িত্ব তার কাঁধে আসে। বড়লোকদের এই বিদ্যালয়ে বস্তির এই ছেলেমেয়েরা ব্রাত্য ছিল, সবাই তাদের নিচু চোখে দেখত। এই সময় নয়না সেই ছেলেমেয়েদের দায়িত্ব নেন, এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি এই একঝাঁক কিশোর-কিশোরীর ভেতর লুকিয়ে থাকা ‘হিচকি’কে টেনে বের করেন।

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

সাউণ্ডট্রেক

[সম্পাদনা]
হিচকি
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২০ ফেব্রুয়ারি ২০১৮
ঘরানাচলচ্চিত্রের সাউণ্ডট্রেক
দৈর্ঘ্য২০:৩২
ভাষাহিন্দি
সঙ্গীত প্রকাশনীযশ রাজ মূউসিক
প্রযোজকআদিত্য চোপড়া
জাসলিন রয়েল কালক্রম
ফিল্লাউরি
(২০১৭)
হিচকি
(২০১৮)
ফুকরে রিটার্নস
(২০১৭)

সকল গানের সুরকার জাসলিন রয়েল

সঙ্গীত তালিকা
নং.শিরোনামগীতিকারকণ্ঠশিল্পীদৈর্ঘ্য
১."ওয়ে হিচকি"জয়দীপ সাহনিহার্শদীপ কৌর২:৩৪
২."ম্যাডামজি গো ইসি"রাজ শেখর, ডেভিড ক্লিটনবেনি দয়াল & ডেভিড ক্লিটন২:৪৮
৩."খোল দে পার"রাজ শেখরঅরিজিৎ সিং৩:১৩
৪."তেরি দাস্তাঁ"নিরাজ রাজায়াতজাসলিন রয়েল৩:৪৩
৫."ফির ক্যায়া হেঁ ঘাম"আদিত্য শর্মা, নিরাজ রাজায়াতশিল্পা রাও২:৫৯
৬."সোয়ল অব হিচকি"জয়দীপ সাহনিহার্শদীপ কৌর২:০০
৭."নায়নার সুর (বাদ্যযন্ত্রগত)"জাসলিন রয়েলজাসলিন রয়েল৩:১৫
মোট দৈর্ঘ্য:২০:৩২

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Rani Mukerji on her comeback film Hichki: Wanted a script that would challenge and excite me"The Indian Express। ২৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭ 
  2. "Rani Mukerji to make comeback with 'Hichki'"The Hindu। ২৭ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৭ 
  3. Chronicle, Deccan (ডিসে ২০, ২০১৭)। "The makers of Rani Mukerji's Hichki rebuff the claim of plagiarism"Deccan Chronicle। সংগ্রহের তারিখ ডিসে ২০, ২০১৭ 
  4. "Hichki trailer launch: Rani Mukerji comfortable romancing younger actors on screen, see pics" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২১ 
  5. FirstPost: Thugs of Hindostan, Tiger Zinda Hai, Hichki release dates announced by YRF: Here's when they come to theatres
  6. "Hitchki Is based on the book by Brad Cohen (Not a copy of English Movie Front Of The Class, Because front of the class also based on the book by brad cohen)"Bollywood Galiyara। ১৪ ডিসে ২০১৭। ১৫ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ ডিসে ২০১৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]