হিচকি | |
---|---|
পরিচালক | সিদ্ধার্থ পি মালহোত্রা |
প্রযোজক | মনীশ শর্মা আদিত্য চোপড়া |
রচয়িতা | সিদ্ধার্থ পি মালহোত্রা অঙ্কুর চৌধুরী |
চিত্রনাট্যকার | অঙ্কুর চৌধুরী অম্বর হদপ গণেশ পণ্ডিত |
উৎস | ফ্রন্ট অফ দ্য ক্লাস |
শ্রেষ্ঠাংশে | রাণী মুখার্জী |
সুরকার | সঙ্গীত জাসলিন রয়্যাল নেপথ্য সঙ্গীত হিতেশ সনিক |
চিত্রগ্রাহক | অবিনাশ অরুণ |
সম্পাদক | স্বেতা ভেঙ্কট ম্যাথু |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | যশ রাজ ফিল্মস |
মুক্তি | ২৩ মার্চ ২০১৮ |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
হিচকি (হিন্দি: हिचकी; অনুবাদ: হেঁচকি) হচ্ছে একটি ভারতীয় চলচ্চিত্র, যেটি সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালনা এবং মনীশ শর্মা ও আদিত্য চোপড়া প্রযোজনা করেছেন। এই চলচ্চিত্রটি যশ রাজ ফিল্মসের অধীনে মুক্তি পায়।[১][২] এই চলচ্চিত্রটি হলিউডের চলচ্চিত্র ফ্রন্ট অফ দ্য ক্লাসের (২০০৮) আদলে তৈরী করা হয়েছে, উক্ত চলচ্চিত্রটি ব্র্যাড কোহেনের লিখিত "ফ্রন্ট অফ দ্য ক্লাস: হাউ টোরেট সিনড্রোম ম্যাড মি দ্য টিচার আই নেভার হেড"-এর ওপর ভিত্তি করে নির্মিত। যশ রাজ ফিল্মস উক্ত চলচ্চিত্রের নির্মাতা হতে এই চলচ্চিত্র তৈরীর স্বত্বাধিকার অর্জন করেছে।[৩] এই চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাণী মুখার্জী, তিনি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন যিনি টোরেট সিনড্রোমে ভুগছেন। এই চলচ্চিত্রের ট্রেলার ২০১৭ সালের ১৯শে ডিসেম্বর প্রকাশ করা হয় এবং যেটি সালমান খানের চলচ্চিত্র টাইগার জিন্দা হ্যায়ের সাথে জুড়ে দেয়া হয়।[৪] এই চলচ্চিত্রটি ২০১৮ সালের ২৩শে মার্চ মুক্তি পায়।[৫][৬]
নয়না মাথুর ছোটবেলা থেকে ‘ট্যুরেট সিনড্রোম’ নামের স্নায়ুরোগের শিকার। এ কারণে তার বারবার ‘হিচকি’ আসত, কথা আটকে যেত। কোনো উত্তেজনা এলেই নয়নার মুখ দিয়ে অদ্ভুত 'চোক-চোক', 'ওয়া-ওয়া' আওয়াজ বের হতো। এই কারণে তাকে সব সময়ই নানা বিদ্রূপের শিকার হতে হয়, কয়েকটি বিদ্যালয় থেকে বিতাড়িত হতে হয়।
এ সময় তার জীবনে আসেন শিক্ষক মিস্টার খান। তিনি নয়নাকে বলেন তার এই দুর্বলতাকে শক্তি বানাতে। নয়নার লক্ষ্য ছিল তিনিও শিক্ষক হবেন। কিন্তু এখানেও তার বাধা হয়ে দাঁড়িয়েছিল এই ‘হিচকি’। অবশেষে তিনি তার স্বপ্নের দুনিয়ায় পা রাখেন। নয়না সেই বিদ্যালয়ের শিক্ষিকা হয়ে আসেন, যেখানে তিনি একসময় ছাত্রী ছিলেন।
বস্তির একঝাঁক কিশোর-কিশোরীর শিক্ষার দায়িত্ব তার কাঁধে আসে। বড়লোকদের এই বিদ্যালয়ে বস্তির এই ছেলেমেয়েরা ব্রাত্য ছিল, সবাই তাদের নিচু চোখে দেখত। এই সময় নয়না সেই ছেলেমেয়েদের দায়িত্ব নেন, এক নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেন। তিনি এই একঝাঁক কিশোর-কিশোরীর ভেতর লুকিয়ে থাকা ‘হিচকি’কে টেনে বের করেন।
হিচকি | ||||
---|---|---|---|---|
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম | ||||
মুক্তির তারিখ | ২০ ফেব্রুয়ারি ২০১৮ | |||
ঘরানা | চলচ্চিত্রের সাউণ্ডট্রেক | |||
দৈর্ঘ্য | ২০:৩২ | |||
ভাষা | হিন্দি | |||
সঙ্গীত প্রকাশনী | যশ রাজ মূউসিক | |||
প্রযোজক | আদিত্য চোপড়া | |||
জাসলিন রয়েল কালক্রম | ||||
|
সকল গানের সুরকার জাসলিন রয়েল।
সঙ্গীত তালিকা | ||||
---|---|---|---|---|
নং. | শিরোনাম | গীতিকার | কণ্ঠশিল্পী | দৈর্ঘ্য |
১. | "ওয়ে হিচকি" | জয়দীপ সাহনি | হার্শদীপ কৌর | ২:৩৪ |
২. | "ম্যাডামজি গো ইসি" | রাজ শেখর, ডেভিড ক্লিটন | বেনি দয়াল & ডেভিড ক্লিটন | ২:৪৮ |
৩. | "খোল দে পার" | রাজ শেখর | অরিজিৎ সিং | ৩:১৩ |
৪. | "তেরি দাস্তাঁ" | নিরাজ রাজায়াত | জাসলিন রয়েল | ৩:৪৩ |
৫. | "ফির ক্যায়া হেঁ ঘাম" | আদিত্য শর্মা, নিরাজ রাজায়াত | শিল্পা রাও | ২:৫৯ |
৬. | "সোয়ল অব হিচকি" | জয়দীপ সাহনি | হার্শদীপ কৌর | ২:০০ |
৭. | "নায়নার সুর (বাদ্যযন্ত্রগত)" | জাসলিন রয়েল | জাসলিন রয়েল | ৩:১৫ |
মোট দৈর্ঘ্য: | ২০:৩২ |