হিদেসাবুরে উয়েনো 上野英三郎 | |
---|---|
জন্ম | ১৯ জানুয়ারি ১৮৭২। হিসাই-সি, Mie Prefecture।মিএ, Japan |
মৃত্যু | ২১ শে মে ১৯২৫ (৫৩ বছর) টোকিও, জাপান। |
জাতীয়তা | জাপানী |
পেশা | কৃষি বিজ্ঞানী |
পরিচিতির কারণ | সে বিখ্যাত কুকুরহাচিকোর অভিভাবক। |
হিদেসবুরো উয়েনো (上野 英三郎 উয়েন হদেসবু ১৯ জানুয়ারি, ১৮৭২ - ২১ শে মে ,১৯২৫) মাঝেমাঝে "উয়েনো হিদেসাবুরো" লিখে থাকতেন।'[১] সে কৃষি বিজ্ঞানী ছিলেন, জাপানে সে বিখ্যাত কুকুর হাচিকোর অভিভাবক হিসেবে পরিচিত।
হিদেসবুরো উয়েনো হিসাই সি (বর্তমানে তসু), মিএ প্রসাশনিক এলাকাতে তার জন্ম। ১৮৯৫ সালে সে ইমপেরিয়াল বিশ্ববিদ্যালয় এর কৃষি বিভাগ থেকে গ্রাজুয়েশ্ন করেন , এবং একই বছরে সে গ্রজুয়েশন বিদ্যালয় শুরু করেন কৃষি প্রকৌশল এবং খামার উন্নয়ন গবেষণা বিষয়ে পড়ালেখা শুরু করেন।সে তার গ্রাজুয়েশন শেষ করেন ১০ জুলাই ১৯০০ সালে এবং সে টকীও ইমপেরিয়াল বিশ্ববি দ্যালয় এ সহকারী অধ্যাপক হিসেবে যোগ দান করেন এবং শিক্ষ্যা দিতে শুরু করেন।
তার কুকুরহাচিকো বিখ্যাত যে তার জন্য প্রতিনিয়ত তার ফিরে আসার অপেক্ষায় ছিলো ট্রেন স্টেষনে। হাচিকো তার মালিকের মৃত্যুর পর দীর্ঘ ৯ বছর তার অপেক্ষা করেছিল। হাচিকোকে চিরস্মরনীয় করে রাখার জন্য একটি কুকুরের মূর্তি যেটি ব্রোঞ্জ নির্মিত, এমন একটি মূর্তি শিব্যুয়া ট্রেন স্টেশনের সামনে নির্মাণ করা হয়েছে। হাচিকো শিব্যুয়া ট্রেন স্টেশনে সে দীর্ঘ নয় বছর অপেক্ষা করেচিল তার মৃত্যুর পূর্ব পর্যন্ত।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)