দুবাই হিন্দু মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
ঈশ্বর | কৃষ্ণ, শিব |
অবস্থান | |
অবস্থান | বুর দুবাই |
রাজ্য | দুবাই |
দেশ | সংযুক্ত আরব আমিরাত |
স্থানাঙ্ক | ২৫°১৫′৫৩″ উত্তর ৫৫°১৭′৪৮″ পূর্ব / ২৫.২৬৪৭০৫° উত্তর ৫৫.২৯৬৭৫৯° পূর্ব |
দুবাই হিন্দু মন্দির হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত একটি হিন্দু মন্দির ।[১]
মন্দিরটি কেবলমাত্র একটি প্রার্থনা কক্ষ যার দুই পাশে দুটি বেদীতে একটিতে শিব এবং অন্যটিতে কৃষ্ণের পূজা অর্চনা করা হয় । এখানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত হিন্দুদের বিয়ের অনুষ্ঠানও সম্পূর্ণ করা হয় ।[২]
১৯৫৮ সালে, শেখ রশিদ বিন সাঈদ আল মাকতুম বুর দুবাইতে পুরানো ধাঁচের দোকানগুলির উপরে প্রথম তলায় একটি হিন্দু মন্দির নির্মাণের অনুমতি দেন । এই শপিং সেন্টারটি "বুর দুবাই ওল্ড সোক" নামে পরিচিত এবং দুবাই ক্রিক এর পশ্চিমে বুর দুবাই নামে পরিচিত এলাকায় অবস্থিত ।[৩][৪]