হিন্দুস্তান (ফার্সি: هِنْدوسْتان, হিন্দি: हिन्दुस्तान, ঐতিহাসিক হিন্দী: ہِنْدوسْتان) বা হিন্দুস্থান ভারতের জনপ্রিয় নামগুলির একটি। এই নামের আক্ষরিক অর্থ "সিন্ধু নদের দেশ"। অপর অর্থে, "হিন্দু জাতি'র দেশ"[১] যদিও অষ্টাদশ শতকের এক বৃটিশ গ্রন্থে হিন্দুস্তান শব্দের অর্থ করা হয়েছে হিন্দ এর স্থান বা ভূমি হিসেবে৷[২]
হিন্দুস্তান নামটি বেশ প্রাচীন। এটি ভারতের একটি ঐতিহাসিক অঞ্চল যা বিভিন্ন সময়ে শুধুমাত্র উচ্চ গঙ্গা নদীর মালভূমি বা হিমালয় পর্বত থেকে দাক্ষিণাত্য মালভূমি এবং পাঞ্জাব থেকে আসাম পর্যন্ত সমগ্র উত্তর ভারতকে হিন্দুস্থানের অন্তর্ভুক্ত হিসাবে বিবেচনা করা হয়েছে। বর্তমানে ভারত বিভাগের পর হিন্দুস্তান বলতে ভারতীয় প্রজাতন্ত্রকেই বোঝায়।[৩]
হিন্দুস্তান নামটি এসেছে ফার্সি শব্দ "হিন্দু" থেকে। ফার্সি ভাষায় সিন্ধু নদকে বলা হত হিন্দু নদ।[৪] তার সঙ্গে যুক্ত হয়েছে জনপ্রিয় স্তান অনুসর্গটি (ফার্সি ভাষায় যার অর্থ স্থান)[৫] আধুনিক ফার্সিতে "হিন্দ" বা "হিন্দুস্তান" বলতে ভারতকেই বোঝায়।
সুদূর অতীতে, হিন্দুস্তান বলতে বোঝাত উত্তর ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলটি; অর্থাৎ উত্তরে হিমালয় ও দক্ষিণে বিন্ধ্য পর্বতমালার মাঝের অংশটুকু।[৬] ১১শ-১৩শ শতকে ভারত আক্রমণকারী তুর্কি-আফগান মুসলমানরা ভারতের উত্তরাঞ্চলকে হিন্দুস্তান নামে অভিহিত করে।
বার্হস্পত্য সংহিতা বলে:
অর্থাৎ: দেবতা-নির্মিত যে দেশ হিমালয় থেকে ভারত মহাসাগর (ইন্দু সরোবর) পর্যন্ত প্রসারিত, তারই নাম হিন্দুস্থান।[৭]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |