![]() | ||||
পূর্ণ নাম | হিবের্নিয়ান ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | হিবস,[১] দ্য হিবিস,[১] দ্য ক্যাবেজ[১] | |||
প্রতিষ্ঠিত | ৬ আগস্ট ১৮৭৫ | |||
মাঠ | ইস্টার রোড | |||
ধারণক্ষমতা | ২০,৪২১[২] | |||
সভাপতি | ![]() | |||
প্রধান কোচ | ![]() | |||
লিগ | স্কটিশ প্রিমিয়ারশিপ | |||
২০১৯–২০ | ৭ম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
হিবের্নিয়ান ফুটবল ক্লাব (সাধারণত হিবের্নিয়ান এফসি অথবা শুধুমাত্র হিবের্নিয়ান (/hɪˈbɜːrniən/) নামে পরিচিত[৩]) হচ্ছে এডিনবরা ভিত্তিক একটি স্কটিশ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্কটল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ স্কটিশ প্রিমিয়ারশিপে খেলে। এই ক্লাবটি ১৮৭৫ সালের ৬ই আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। হিবের্নিয়ান এফসি তাদের সকল হোম ম্যাচ এডিনবরার ইস্টার রোডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২০,৪২১।[৩] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জ্যাক রস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রন গর্ডন। স্কটিশ রক্ষণভাগের খেলোয়াড় ডেভিড গ্রে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, হিবের্নিয়ান এফসি এপর্যন্ত ১৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি স্কটিশ লীগ, ৩টি স্কটিশ কাপ, ৩টি স্কটিশ লীগ কাপ এবং ৬টি স্কটিশ চ্যাম্পিয়নশিপ শিরোপা রয়েছে।
টেমপ্লেট:হিবের্নিয়ান ফুটবল ক্লাব টেমপ্লেট:স্কটিশ প্রিমিয়ারশিপ